বাবার কোলে বসে থাকা এই ছোট্ট মেয়েটিকে এখন চেনেন সকলেই। বলিউডে নাম লিখ👍িয়েছিলেন হয়তো অনেক আগেই। তব🌳ে ২০২৩ সালের অন্যতম হিট ছবি উপহার দিয়েছেন। তারপর থেকে সিনেপ্রেমীদের চর্চায় তিনি! ছোটবেলার ছবি দেখে চিনতে পারলেন বলিউড অভিনেত্রীকে?
আরেকটি ক্লু হল, এই অভিনেত্রীকে ২০২৩ সালে দেখা গিয়েছে অভিনেতা বিক💦্রান্ত মাসে-র সঙ্গে। প্রথম সিনেমা ছিল ২০২১ সালের শাদিস্তান। আর প্রথম ওয়েব সিরিজ ২০১৯ সালে আসা বিচাম হাউজ।
অনেকেই হয়তো এর মধ্যে ধরে ফেলেছেন, ছোটবেলার ছবিটি আসলে অভিনেত্রী মেধা শঙ্করের। যাকে সম্প্রতিই আমরা দেখেছি টুয়েলফথ ফেল সিনেমায়। খুব প্রশংসা পেয়েছে য🍃েমন ছবিখানা, তেমনই মেধার কাজও।
আরও পড়ুন: পরপর সিনেমায় ব্যর্থতা! ‘মিস্টার পারফেকশনিসꦡ্ট’ তকমা নিয়ে মুখ খুললেন🔴 আমির
এক সাক্ষাৎকারে মেধাকে বলতে শোনা গিয়েছিল, একটা সময় তাঁর ব্যাঙ্কব্যালেন্স ছিল একদম তলানিতে। মাত্র ২৫৭ টাকা ছিল অ্যাকাউন্টে। MDb 'ব্রেকআউট স্টার' স্টারমিটার অ্যাওয়ার্ডে এসে মেধা জানান, ২০২২ সালে তিনি 'টুয়েলফথ ফেল'-এর জন্য প্রথম অডিশন দিয়েছিলেন এবং স্ক্রিনটেস্টের সময়ই তিনি একটি দৃঢ় অন্তর্দৃষ্টি পেয়েছিলেন যে, এই ভূমিকাটি তারই জন্য🔯 ছিল।
তবে করোনা আর লকডাউনের সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়ে𝕴ছিল মেধাকে। অভিনেত্রী জানান, ‘এটি ছিল ২০২০, বিশ্বব্যাপী সেটা♊ ছিল একটি বিধ্বংসী বছর। এটা আমার জন্যও কঠিন ছিল কারণ আমি পুরোপুরি সর্বস্বান্ত হয়ে পড়েছিলাম। আমার অ্যাকাউন্টে মাত্র ২৫৭ টাকা ছিল।’
আরও পড়ুন: বলিপাড়ার কাঞ্চন-শ্রীময়ী! ২৬ বছরের ছোট🐈 বিদꦉেশিনীকে বিয়ে করলেন ‘স্টাইল’ অভিনেতা
মেধা আরও ব🔯লেন, ‘আমি একজন অভিনেতা হতে চেয়েছিলাম। তবে তা কখনোই গ্ল্যামার, সৌন্দর্য, পোশাক বা দৃষ্টি আকর্ষণের মতো আনুষঙ্গিক কারণে নয়।আমি একজন অভিনেতা হতে চেয়েছিলাম কারণ আমি সৃজনশীলতার প্রতি গভীর প্রেমে পড়েছিলাম। আমি জানি অভিনয়ই আমার বে🐷ঁচে থাকার রসদ।’
টুয়েলফথ ফেল অভিনেত্রী আরও জানান, ২০১৮ সালে সালে বোম্বেতে একজন অভিনেতা হিসাবে যাত্রা শুরু করেন। ২০২২ সালে তিনি একটি কাস্টিং এজেন্সিতে সিনেমার জন্য প্রথম অডিশন দিয়েছিলেন নায়িকা চরিত্রের জন্য। মেধার কথায়, ‘বিধু বিনোদ চোপড়া স্যার এ💦বং পুরো দলের সঙ্গে একটি স্ক্রিন টেস্ট হয় আমার। বিধু স্যার, বিক্রান্ত এবং দলের সঙ্গে আমার প্রথম স্ক্রিন টেস্টের সময়ই ꦑআমি একটি দৃঢ় অন্তর্দৃষ্টি পেয়েছিলাম যে, এই ভূমিকাটি আমার জন্য ছিল। অবশেষে, বিধু স্যারের কাছ থেকে একটি কল আসে যে আমাকে সিনেমার প্রধান মহিলা হিসেবে নির্বাচন করা হয়েছে।’
আরও পড়ুন: বিমান সেবিকার꧅ ভেকধারী পাকা চোর! দ্য ক্রু সিনেমায় করিনা-টাবুদের কাণ্ডকারখানা ঘিরে তুলকালাম
বিধু বি🍌নোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলফথ ফেল’-এ আরও অভিনয় করেছেন বিক্রান্ত মাসের পাশাপাশি জোশি অনন্তবিজয়, আংশুমান পুষ্𒐪কর, গীতা অগ্রবাল শর্মা, এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। সিনেমাটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশীর বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি।