৫ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই অনুষ্ঠানেই নৃত্🐻য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার অবশ্য প্রায়দিনই কোনও না কোনও নাচের অনুষ্ঠান থাকে। তবে হাজারো ব্যস্ততার মাঝে আলাদা করে গিয়ে স্ত্রীর অনুষ্ঠান দেখার সুযোগ হয়ে ওঠে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। 𒐪তবে এবার ‘দাদা’র সেই সুযোগ হবে। সৌজন্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার বিকেল ৪টের সময় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার সেখানে অমিতা𓆉ভ বচ্চন, শাহরুখ খান উপস্থিত থাকছেন না ঠিকই, তবে এবার থাকবেন কমল হাসান, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অনিল কা🅺পুর, সোনাক্ষী সিনহা, এমনকি সলমন খানের মতো তারকা। আর সেখানেই থাকবেন খোদ কিং খান শাহরুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা করবেন দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। আর সৌরভও যখন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, তখন স্ত্রীর নাচের পারফরম্যান্স দেখার সুযোগ দাদার এবার হচ্ছে।
এর আগেও অবশ্য চলচ্চিত্র উৎসবের কখনও উদ্বোধনীতে কখনও আবার সমাপ্তিতে নৃত্য পরিবেশনা করেছেন ডোনা। প্রত্যেকবারই কোনও না কোনও গানের মেডলিকে ব্যবহার করা হয়। তবে এবার একটি গানের সঙ্ꦓগেই পারফর্ম করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। আর সেই গান নির্বাচন করেছে খোদ উৎসবের আয়োজক সংস্থা রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পলক মুছল।
উদ্বোধনী অনুষ্ঠানে নাচের পারফরম্যান্সের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? এবিষয়ে ডোনা গঙ্গোপাধ্যায় আনন্দবাজারকে জানান, 'আমাদের যে গানটি দেওয়া হয়েছে সে গানে পারফর্ম করার সাধ্য মতোꩲ চেষ্টা করব, আশাকরি অতিথিদের ভালো লাগবে।' সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন ডোনা ও তাঁর দীক্ষামঞ্জরীর শিল্পীরা, তবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পারফর্ম করা সম্মানের বলেই মনে করেন ডোনা। তাঁর সঙ্গে থাকবেন প্রায় ১৫০ থেকে ২০০ জন শিল্পী।
এদিকে চলচ্চিত্র উৎসবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে পারফর্ম করা প্রসঙ্গে ডোনা বলেন, ‘সারা বছর ও ব্যস্ত থাকে, আমার অনুষ্ঠান দেখার সময় ও বের করতে পারে ন𒁏া। সেখানে চলচ্চিত্র উৎসবে যদি ও আমার অনুষ্ঠান দেখে সেটা আমার বেশ ভালো লাগে।’
এবার উত্তমকুমার, তনুজা ও তরুণ কুমার অভিনীত ছবি 'দেওয়া নেওয়া'র হতে চলেছে চলচ্চি♛ত্র উৎসবে উদ্বোধনী ছবি।