বিশ্বসুন্দরী ২০২৩ এবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে ১৯৯৬ সালে শেষবার বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হয়েছিল। মাঝে প্রায় 🐽ত্রিশটি বছর কেটে গিয়েছে। অনেক সময় পেরিয়েছে। এ বছর আবার মায়ানগরিতে অনুষ্ঠিত হবে বিশ্বসুন্দরী বেছে নেওয়ার প্রতিযোগিতা।
বৃহস্পতিবার, ৮ জুন ন♚িউ দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এমনটাই জানায়। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও মিস জুলিয়া মোর্লে এবং ২০২২ সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কা উপস্থিতিতেই এই ঘোষণা করা হয় এদিন।
এই সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান হয় যে তাঁরা এবার এই অনুষ্ঠান ভারতে করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ ভারতে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে। একই সঙ্গে এই দেশ নারীদের ক্ষমতায়ন এবং প্রগতির জন্য যে কতটা বদ্ধপরিকর সেটাও কারও অজানা নয়। তাই এই সমস্ত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছ🍷ে এই সংস্থার তরফে।
ভারতে যে ৭১তম বিশ্বসুন্দরী ২০২৩ অনুষ্ঠিত হবে তার মাধ্যমে জনহিতকর কাজের প্রচার করা হবে বলেও জানানো হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে এটা নিশ্চিত করা হবে যে প্রতিযোগীরা যেন তাঁদের নিজ নিজ সম্প্রদায়ে ইত🐠িবাচক সাড়া ফেলতে পারে এবং একই সঙ্গে সমাজে মনে রাখার মতো অবদান রাখতে পারে।
ভারতের তরফে একাধিকবার এই খেতাব জয় করেছেন বিভিন্ন সুন্দরীরা। তালিকাটা মোটেই ছোট নয়। রিতা ফারিয়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তা মুখী, মানসী চিল্লার, প্রমুখ এ🤪ই খেতাব জয় করেছেন নানা সময়ে।
১৩০টি দেশ থেক𒊎ে প্রতিযোগীরা এখানে সম্মিলিত হ🎃বেন। তাঁদের ট্যালেন্ট, বুদ্ধির প্রদর্শন করবেন। একাধিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে তাঁদের। এই প্রতিযোগিতায় তাঁদের ট্যালেন্ট তো বটেই, স্পোর্টস, জনহিতকর নানা কাজকর্ম করে দেখাতে হবে। নভেম্বর বা ডিসেম্বর নাগাদ এই প্রতিযোগিতার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার আগে একাধিক পর্বের মাধ্যমে সেরাদের বেছে নেওয়া হবে।
মহিলাদের সৌন্দর্য এবং বুদ্ধি এই দুটোকেই এই বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার মাধ্যমে উদযাপন করা হয়, সম্মান জানানো হয🔥়। বিশ্বের অন্যতম পুরো এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিউটি পিজেন্ট হল এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছꦰিল এই বিশ্বসুন্দরী প্রতিষ্ঠান।
এবারের এই অনুষ্ঠানের বিষয়ে জুলিয়া বলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ৭১ তম বিশ্বসুন্দরীর মূল অনুষ🧸্ঠানের আয়োজক হতে চলেছে। আজ থেকে ৩০ বছর আগে যখন আমি এই দেশে প্রথমবার আসি আমি তখনই এই দেশটিকে পছন্দ করে ফেলেছিলাম। ভালো লাগা তৈরি হয়েছিল। আমাদের আর তর সইছে না এই দেশের বৈচিত্রময় সংস্কৃতি, দুর্দান্ত সব লোকেশন গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে। ৭১তম বিশ্বসুন্দরী ২০২৩ এ ১৩০ টি দেশের জাতীয় চ্যাম্পিয়নদের টক্কর দেখা যাবে। এটা অন্যতম সেটা বিশ্বসুন🌸্দরীর অনুষ্ঠান হতে চলেছে।'