স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে মেতেছে টলিউড। নিজেদের মতো করে অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। এক ঝলকে দেখে দেখে নেওয়া যাক কে কী 🥃বললেন।
তৃণা সাহা
'স্বাধীনতা দিবস মানেই কি কয়েকটা দেশাত্মবোধক গান আর পতাকা উত্তোলন?' প্রশ্ন তুলেছেন তৃণা। স্বাধীনতা দিবসে নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার করেছেন অভিনেত্রী। বলেছেন নারীশক্তির কথা। তাঁর কথায়, 'আমরা নারী, আমরাই পারি'।
এনা সাহা
স্বাধীনতার উদযাপনে মেতেছেন অভিনেত্রী এনা সাহা। সাদা ক্যানভাসে রং-তুলির সাহায্যে ভারতের তেরঙা ফু൩টিয়ে তুলেছেন তিনি। সেই মুহূর্তকে লেন্সবন্দি করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। লিখেছেন, 'একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
যশ দাশগুপ্ত
স্বাধীনতা দিবসের সকালে নিজের হাতে ভারতের পতাকা উড়িয়েছেন যশ। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, 'ভারতকে স্🌞যালুট জানাই। প্রার্থনা করি, এই তেরঙা আমাদের শক্তি, শান্তি আর আর সমৃদ্ধি দিক।'
রাজ চক্রবর্তী
স্বাধীনতা দিবস পালন করতে নিজের কেন্দ্র ব্যারাকপুরে গিয়েছিলেন রাজ। সেখানেই সকলকে নিয়ে পতাকা উত্তোলন করেন তিনি। সেই ছবি-ভিডিয়ো ফেসবুকে দিয়ে বিধায়ক-পরিচালক লেখে🍸ন, 'আরও ঊর্ধ্বে উড়ুক মুক্তির নিশান। ৭৫তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক শহর ব্যারাকপুরে ১০০ ফিট উচ্চতায় ♋৩০ ফিট x ২০ ফিটের জাতীয় পতাকা উত্তোলন। জয় হিন্দ।'
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
জাতীয় পতাকা হাতে ছেলের ইউভানের ভিডিয়ো পোস্ট করেছেন 🔯অভিনেত্রী। অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ঊর্ণা বন্দ্যোপাধ্যায় (অ্যাংরি দিদি)
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুরা🏅গীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঊর্ণা। মজার একটি ভিডিয়োর মাধ্যমে নিজের বক্তব্য রেখেছে𒁃ন তিনি।
ঝিলম গুপ্ত
জাতীয় পতাকা নিয়ে একটি ছবি♍ দিয়েছেন ঝিলম। লিখেছেন, 'স♔ে যে আমার জন্মভূমি'।
এ ছাড়াও এই বি🅷শেষ দিনের উদযাপনে মেতেছেন জিৎ, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, স্বস্তিকা দত্তের মতো তারকারা।