বিগ বস OTT ২ -এর এবারের অন্যতম তারকা সদস্য ছিলেন নওয়া💛জউদ্দিন সিদ্দিকির প্রাক্൲তন স্ত্রী আলিয়া সিদ্দিকি। তবে সম্প্রতি তাঁকে বিগ বস হাউজ থেকে বহিষ্কৃত করা হয়েছে। সপ্তাহের মাঝখানে আচমকাই এদিন ভোট আউট করা হয়, আর সেখানেই বাদ পড়েন তিনি। জিয়া শঙ্করের সঙ্গে এদিন আলিয়াকে নমিনেট করা হয় এই শো থেকে বাদ দেওয়ার জন্য।
এবারের বিগ💜 বস OTT ২ -এর অষ্টম প্রতিযোগী হিসেবে তিনি এই বাড়িতে এসেছিলেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল এখানে এসে নিজেকে প্রমাণ করা। নিজেকে দেখানো যে তিনি আসলে কে বা কী। একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিলেন তিনি। 🌃যদিও এই শোতে আলিয়া স্বীকার করে নেন যে সবাই তাঁকে একজন বলি তারকার স্ত্রী বলেই চেনেন, যদিও তিনি নিজে একজন প্রোডিউসার। কিন্তু তাঁর মূল পরিচিতি নওয়াজের স্ত্রী হিসেবেই এবং সেটা আরও বাড়ে তাঁদের এই আইনি ঝামেলার সময়।
সম্প্রতি বিগ বস হাউজে পূজা ভাটের সঙ্গে🃏 আলিয়ার একটা সমস্যা দেখা দিয়েছিল। বিয়ে ভেঙে গিয়েছে বলে আলিয়া সেটাকে নিয়ে বারবার ভিকটিম কার্ড প্লে করছেন বলে দাবি করেন পূজা। এবং তাঁকে এই চালাকি বন্ধ করার নির্দেশও দেন তিনি। পূজার বক্তব্য অনেক মহিলার বিয়ে ভাঙে, কিন্তু তাঁরা সেটাকে নিয়ে বসে থাকে না বা ভিকটিম কার্ড প্লে করেন না। জীবনে এগিয়ে যান। 🌺পূজা নিজেরও উদাহরণ দেন। এরপর যখন ভোট আউট শুরু হয় তখন পূজা আলিয়ার নাম লেখেন এবং কারণ হিসেবে এটাই জানান।
শুধু তাই নয় তিনি আরও একটা কথা প্রকাশ্যে আনেন। তিনি বলেন আলিয়া অত্যন্ত ক্রুর এবং নোংরা মানসিকতার। তবে আসল রূপ অত্যন্ত ভয়াবহ। প্রাক্তন অভিনেত্রীর কথায়, 'আমি প্রথম প্রথম আলিয়াকে চিনতে পারিনি। কিন্তু ২৪ ঘণ্টায় বুঝলাম ও কী জিনিস। এই বাড়িতে জিয়া ൩বেবিকার মতো ছোট ছোট বাচ্চার🌸া আছে। ওদের ঝামেলা হলে আলিয়া গিয়ে তাতে ইন্ধন জোগায় আবার পরে ওদের জন্মদিনের কেক কেটে আয়েশ করে খায়।'
পূজা একই সঙ্গে বলেন, 'এই ছোটখাটো জিনিসগুলো বুঝিয়ে দেয় আপনি মানুষ হিসেবে কেমন। কিছু মনে করবেন না, আমারও বিয়ে ভেঙ🐼েছে, আরও অনেক মহিলার বিয়ে ভেঙেছে। আগামীতেও ভাঙবে। কিন্তু যাঁরা মনে করেন এটাকে হাতিয়ার করে জীবনে এগোবেন তাঁরা ভুল করছেন। এভাবে এগোনো যায় না জীবনে।'
তবে কেবল পূজা নন। কিছুদিন আগে এই শোয়ের সঞ্চালক সলমন 🍬খান পর্যন্ত তাঁকে বকা দিয়েছিলেন এভাবে বারবার নিজের ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ্যে বলার জন্য।
গত ১৭ জুন থেকে শুরু হয়েছে বিগ বস OTT ২। এবারের প্রতিযোগী হিসেবে আছেন অবিনাশ সচদেব, বেবিকা ধ্রুব, জিয়া শঙ্কর, আকাঙ্ক্ষা পুরি, জাদ হাদিদ, সাইরাস ব্রোচা, 🦄মনীষা রানি, পূজা ভাট, প্রমুখ।