বড় বড় চুল, চোখে মুখে কালি মাখা, দাঁত গুলোও কেমন যেন কালো আর নোংরা। দেখে মনে হচ্ছে বহুদিন স্নান করেননি। গায়ে চামড়া✤র পোশাক, এক হাতে মশাল, মুখে তারই আলো পড়েছে। অপর হাতে কিছু একটা ধরে অদ্ভুত দৃষ্🌼টিতে তাকিয়ে রয়েছেন। তাঁর ঠোঁটের কোণে লেগে অদ্ভুত হাসি। বন্য, হিংস্র এই লুক।
মঙ্গলবার, ৫ মার্চ সোশ্যা🐻ল মিডিয়ায় এমনই এক ছবি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। সকলেরই সেই একটাই প্রশ্ন ‘কে ইনি?’
ছবিটা দেখে সত্যিই চমকে যেতে হয়। এই ছবি দেখে কিছুটা ভয়🔥ও ধরাচ্ছে বললে ভুল হয় না। তবে একটু ভালো করে দেখলেই বুঝবেন, ইনি আর কেউ নন,🍒 সুপারস্টার আমির খান। মঙ্গলবার এমন লুকেই নেটিজেনদের ভয় ধরিয়েছেন তিনি।
হ্য়াঁ, ঠিকই ধরেছেন। আমির খানের নতুন প্রজেক্ট আসছে। তারই বেশকিছু লুক নেটপাড়ায় উঠে এসেছে। এই ছবিতে ১৬ বছর পর 'তারে জমিন পর' অভিনেতা দর্শিল সাফারির সঙ্গে জুটি বাঁধছেন আমির। দর্শিল নিজেও আমিরের বেশকিছু লুক শেয়ার করেছেন। তবে সেখানে এটা কোনও ছবির লুক নাকি বিজ্ঞাপনের তা স্পষ্ট করা হয়নি। তবে অনেকেরই অনুমান🎀 এই লুকগুলি আমির-দর্শিলের আগাম𒅌ী ছবি ‘সিতারে জমিন পর’-থেকেই পোস্ট করা।
দর্শিলের শেয়ার করা পোস্টে আমিরকে কখনও মহাকাশচারীর বেশে, কখনও আবার প♛ুরনো কোনও এক ঐতিহাসিক আবিষ্কর্তার ভূমিকাতেও দেখা গিয়ে🎃ছে। দর্শিল অবশ্য লুকগুলির বিষয়ে কিছুই খোলসা করেননি। শুধুই আমিরের লুকগুলি পোস্ট করে ক্যাপশানে লেখেন, ‘আমির খানের বিভিন্ন অবতার, আমরা সবাই এতে রয়েছি। আর মাত্র ৩ দিন বাকি।’
আরও একটা পোস্টে ১৬ বছর পর আবারও প্রিয় অভিনেতা, পথপ্রদর্শকের সঙ্গে কাজ করার কথা জানিয়ে দর্শিল লিখেছেন, '১📖৬ বছর পর আমরা আবারও একসঙ্গে।আবেগপ্রবণ? হ্যাঁ, সামান্যই। সম্পূর্ণ তৈরি। এই অভিজ্ঞতার জন্য আমার প্রিয় পরামর্শদাতাকে অনেক ভালবাসা। এটা আসতে এখনও ৪ দিন বাকি!
দর্শিল সাফারির এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক অনুরাগী লিখেছেন তাঁর ধারণা, এটা আমিরের আসন্ন ছবির কোনও লুক। কেউ আবার ☂মনে করছেন, এটা হয়ত কোনও বিজ্ঞাপনও হতে পারে। কেউ লিখেছেন 'বন্ধু, সিনেমা হওয়া উচিত, বিজ্ঞাপন হওয়া উচিত নয়। ' কারোর মন্তব্য, 'এটা যদি কোনো বিজ্ঞাপন হয়, আমি কেঁদেই ফেলব।
তবে সম্প্রতি আগামী ছবি নিয়ে নিউজ ১৮-এর এক সমাবেশে যোগ দিতে গিয়ে মুখ খুলেছিলেন আমির খান। তিনি বলেছিলেন, ‘আমি প্রকাশ্যে এটা নিয়ে আগে কথা বলিনি, তাই বিশেষ কিছু বলতে পারব না। কিন্তু নামটা বলতে পারি। ছবির নাম সিতারে জমিন পর। নিশ্চয়ই আপনাদের মনে আছে তারে জমিন পর ছবির কথা। এই ছবির নাম সিতারে জমিন পর, কারণ একই থিমে তৈরি। তবে এই ছবি তারে জমিন পর-এর থেকে ১০ পা এগিয়ে রয়🔯েছে।’ আমির আরও জানান, তারে জমিন পর এই সকলে কাঁদিয়েছে, এই ছবি সবার মুখে হাসি ফোটাবে। আর তাই এটা ধরে নেওয়া যায় আমিরের এই লুক 'সিতারে জমিন পর'-এর।
প্রসঙ্গত আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ꧋২০২২-এ ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। সেই ছবি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর আমির জানিয়েছিলেন তিনি কিছুটা বিরতি নেবেন।🅘 সেই মতোই অভিনয় জগতে আর কোনও কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তাই আমিরের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।