বক্স অফিসে ভরাডুবি হয় আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘লাল 🍬সিং চাড্ডা’। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি আমির খানের এই ছবি। কিন্তু মন ভরাতে পারেন๊ি দর্শক ও সমালোচকের। ছবির ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির।
লম্বা সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকার পর স্বমহিমায় দেখা দেবেন আমির। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন অভিনেতা। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন ‘সিতারে জমিন পর’। আরও পড়ুন: শাকিব෴ের সঙ্গে তাজমহলের স্মৃতি হাতড়ালেন বুবলি! বিচ্ছেদের পরও কোন কথা ফাঁস করলেন
১২ মার্চ নিজের প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে লাইভ এসেছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট। সদ্য তাঁর প্রযোজনায় এবং কিরণ রাওয়ের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিজ’। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। এই ছবির সাফল্য নিয়ে লাইভে কথা বলেছেন আমির। একই সঙ্গে আসন্ন সিনেমা ‘সিতারে জমি💮ন পর’ নিয়েও কথা বলেছেন অভিনেতা।
আমির ⭕জানিয়েছেন, তিনি আশা করছেন ক্রিসমাসে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। অভিনেতা-প্রযোজক বলেছেন, ‘যতটা ‘তারে জমিন পর’ আপনাদের কাঁদিয়েছে, ‘সিতারে জমিন পর’ ঠিক ততটাই হাসাবে’।
২০০🧜৭ সালে মুক্তি পাওয়া ছবির উপর ভর করেই সাফল্যের আশায় বুক বাঁধছেনꦫ খোদ আমির খান। 'তারে জমিন পর' ছবি তৈরি হয়েছিল ডিসলেক্সিয়া রোগের ওপর নির্ভর করে। এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখেন তিনি। একাধিক রিপোর্ট বলছে, ডিসলেক্সিয়ার জগৎ থেকে বেরিয়ে প্রায় ১৬ বছর পর এবার তাঁর টিম নজর দেবে ডাউন সিনড্রোমের ওপর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জমিন পর’। ছবির নাম শুনলেই মনে পড়ে যায় তাঁরই হিট ছবি ‘তারে জমিন পর’-এর কথা। তবে কি ওই ছ💦বির সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন ছবি? আমিরের কথায়, ‘আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে যদিও মজা পাবেন তাঁরা।’
'ত🌳ারে জমিন পর' ছবিতে সহানুভূতিশীল এক শিক্ষকের চরিত্রে দেখা যায় আমির খানকে যিনি তাঁর ডিসলেক্সিক ছাত্রকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করেন। এবার তিনি জ্ঞানের আলো ফটোবেন ডাউন সিনড্রোমের ওপর। তাঁদের লড়াইয়ের কথা বলবেন তিনি, সমাজে তাঁদেরও সমান অধিকারের কথা বলবেন আমির খান। এই ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকে।