মুম্বই ছেড়ে নাকি এখন চেন্নাই নতুন ঠিকানা আমির খানের। তবে শ্যুটিংয়ের কাজে নয়, মায়ের চিকিৎসার জন্যই নাকি দক্ষিণে ছুটেছেন বলিউডের মিস্টার পারফেকশানিস্ট। অভিনয় নয়, গত এক বছর যাবত পরিবারই থেকছ𝄹ে আমিরের মূল ফোকাসে। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, অসুস্থ আমিরের মা জিনাত হুসেন। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই কারণেই মাস খানেকের জন্য চেন্নাইতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির।
মা🅷য়ের যেখানে চিকিৎসা চলছে, তার আগেই একটি হোটেল বুক করেছেন আমির। যদিও অভিনেতার তরফে এব্য়াপারে কিছু জানানো হয়নি। অক্টোবর মাসে হার্ট অ্যাটাকের শিকার হন আমিরে মা। কিছুদিন আগেই আমির জানিয়েছিলেন কাজ থেকে বি꧙রতি নিয়ে কিছুটা সময় মা এবং সন্তানদের সঙ্গে কাটাতে চান তিনি।
অভিনেতা বলেন,'অভিনেতা হিসাবে যখন আমি কাজ করি তখন আমি ভুলে যাই আমার জীবনে অন্য কিছুর অস্তিত্ব রয়েছে। আ☂মার একটা ছবি করার কথা চ্যাম্পিয়ানস। এটা দুর্দান্ত একটা ছবি হতে চলেছে, দারুণ চিত্রনাট্য, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুটা সময় বিরতি নেওয়া দরকার, আমি মা আর সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই'।
লাল সিং চড্ডার ব্যর্থতার পর আমির দীর্ঘসময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে রয়েছেন। আমির আগেও জানিয়েছেন, কাজ নয় পরিবারকে সময় দিতে চান তিনি। যদিও ইতিমধ্যেই নিজের কামব্যাক ছবির ঘোষণা করেছেন নায়ক।&nbs🅘p;
ছবির নাম সিতারে জমিন পর। এই নামের সঙ্গে অদ্ভূত মিল📖 রয়েছে আমিরের পরিচালনায় তৈরি ১৬ বছর পুরোনো ছবি ‘তারে জমিন পর’-এর। হ্যাঁ, মিস্টার পারফেরশ♐নিস্ট নিজেই জানিয়েছেন দুটি ছবির ঘনিষ্ঠ বন্ধনের কথা। তবে খবর, বহুচর্চিত স্প্যানিশ ছবি ‘Campeones’ (চ্যাম্পিয়নস)-এর অফিসিয়্যাল রিমেক হতে চলেছে এই ছবি।
বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বাস্কেট বল টিম কীভাবে বছরের পর বছর স্প্যানিশ চ্যাম্পিয়ানশিপ জিতে তাক লাগিয়ে দেবে সেই নিয়ে এই ছবি। পাশাপাশি সেই টিমের নেপথ্যের কারিগর, তাদের কোচর জীবনের সমস্যাও এই ছবির গুর༒ুত্বপূর্ণ অংশ। শুরুত শোনা গিয়েছিল আমিরের প্রযোজনায় তৈরি এই স্পোর্টস ড্রামায় লিড রোলে অভিনয় করবেন ফারহান আখতার। তবে সূত্রের খবর, আমির🌜 নিজেই ফারহানকে এই ছবি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন, কারণ তাঁর মনে হয়েছে কোচের চরিত্রের জন্য তিনি পারফেক্ট ফিট। এই ছবি পরিচালনা করছেন আর এস প্রসন্ন। এছাড়াও আমিরের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘লাহোর ১৯৪৭’, যেখানে লিড হিরো সানি দেওল।