বলিউডের নিজস্꧑বতা, স্বচ্ছ্বতা কতটা রয়েছে- এই প্রসঙ্গে মন্তব্য রাখলেন ‘রাম সেতু’ পরিচালক অভিষেক শর্মা। ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবি পরিচালনার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। চলতি বছর অভিষেকের পরিচালনায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’।&nbs⛦p;
গোয়ায় চলছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে যোগ দিয়েছেন পরিচালক অভিষেক শর্মা। 'চলচ্চিত্র শিল্পে কর্পোরেট সংস্কৃতি' বিষয় ‘ইন-কনভারসেশন’ নামক এক অধিবেশন মন্তব্য রেখেছেন পর✤িচালক। কর্পোরেট কালচার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা প্রভাব ফেলেছে, এ বিষয় প্রশ্ন রাখা হলে অভিষেকের মন্তব্য, ‘কর্পোরেটাইজেশন হল সবচেয়ে ভালো জিনিস যা ইন্ডাস্ট্রিতে হয়েছে। কারণ চেক অন্তত নগদ হচ্ছে এখানে।'
পরিচালক আরও যোগ করেছেন, ‘আগে কোথায় থেকে টাকা-পয়সা আসত, আর কীভাবে আসত… আমরা জানি। পরিবর্তন ভালো। কর্পোরেটাইজেশন ছবিতে বিনিয়োগ করা অর্থ পরিষ্কার🅺 করতে সাহায্য করেছে।’
আরও পড়ুন: জ্যাকেট রিসাইকেল করে কুশান কভার, যে ৫ জরুরি জিনিস রয়েছে করণের ভ্যানিটি ভ্যানে
অনিল আম্বানির রিলায়েন্স মার্কেটে♑ আসার পর অ্যাড ল্যাবগুলিতে যে পরিবর্তনগুলি এসেছিল সে সম্পর্কেও কথা বলেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, ২০০৬ সালের প্রথমদিকে এক তারকাকে কোটিতে দুই সংখ্যার অ🎃র্থ অফার করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁকেই অফার দেওয়ার ক্ষেত্রে নাকি ফিজ কমানোর কথা বলেছেন তিনি।
পরিচালকের মন্তব্য, ‘বলিউড এখনও বেশ কিছু সাংবাদিকের রসিকতার আতস কাচে রয়ে গিয়েছে। নামটি যদি অন্য কিছুর অনুকরণ হয় তবে আপনি কীভাবে তা আসল হওয়ার প্💟রত্যাশা করতে পারেন? স্যুটগুলি এখানে টাকা ঢালার জন্য রয়েছে, তবে আপনি কি যথেষ্ট সৃজনশীল? আমাদের মধ্যে কতটা নিজস্বতা রয়েছে? আমাদের আত্মদর্শন করা দরকার। ব্যক্তিগত লাভ-লোকসানকে একপাশে রেখে আমাদের একত্রিত হতে হবে এবং সকলকে শি🌟ল্প নিয়ে ভাবতে হবে।’
IFFI ২০ꦗ২২-এর সেশনের জন্য পরিচালক আনিস বাজমি এ꧂বং বিকাশ বহেল এবং উঁচাই প্রযোজক মহাবীর জৈনও উপস্থিত ছিলেন।