একটা সময় কানাডার পাসপোর্টের অধিকারী হওয়ায় কটাক্ষের মুখে পড়েছেন অক্ষয় কুমার। কিন্তু কানাডার পাসপোর্ট আর নাগিরত্ব হেলায় ছেড়ে দিয়ে ফের ভারতীয় পাসপোর্টের অধিকারী অক্ষয়। ২০১৯ সালে ভারতীয় পাসপোর্টের আবেদন করেছিলেন আক্কি। করোনার জেরে প্রক্রিয়া খানিক দেরি হলেও ২০২১ সালেই ভারতের পাসপোর্ট ফিরে পেয়েছেন নায়ক। সম্প্রতি ভারতীয় পাসপোর্ট নিয়ে গর্বের কথা জানালেন ‘মিশন রানিগঞ্জ’ তারকা। আরও পড়ুন-১০০০ কোটির ক্লাবে কিং খানের ২ ছ𝄹বি! ‘জওয়ান’ শাহরুখের দরাজ প্রশংসা অক্ষয়ের
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষা𒁃ৎকার নেওয়ার সুযোগ হয়েছিল অক্ষয়ে𝐆র। তিনিই একমাত্র অভিনেতা যিনি এই সুযোগ পেয়েছেন। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব মানচিত্রে যে সাফল্য অর্জন করেছে তা প্রশ্নাতীত। এবং একজন ভারতীয় হিসাবে এর জন্য গর্ববোধ করেন তিনি।
অক্ষয় বলে, 'আমার মনে হয় ভারত অনেক দূর এগিয়েছে। যখন আমরা পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন অফিসারদের সামনে ♏দাঁড়াই। আমি সেই সময়ের কথা বলছি, যখন আমরা বিদেশে থাকি। তাঁরা অনেক সম্মানের সঙ্গে আমাদের সঙ্গে ব্যবহার করেন। সরাসরি বলেন, ‘ও আচ্ছা আপনি মোদীর দ🌞েশ থেকে আসছেন’।
মোদীর প্রশংসা হামেশাই শোনা যায় 🉐অক্ষয় কুমারের মুখে। এর জন্য অনেকেই তাঁকে ‘বিজেপি সমর্থক’ বা ‘মোদী ভক্ত’ বলে বিঁধতে ছাড়েন না। এই প্রসঙ্গে ইন্ডিয়া টু-ডে'কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে অভিনেত🦹া বলেন, ‘অনেকেই বলে তাঁরা স্বচ্ছ ভারত মিশন নিয়ে এল আর ওমনি আমি টয়লেট এক প্রেম কথা তৈরি করলাম। তারা মঙ্গল অভিযান করল, আমি ‘মিশন মঙ্গল’ বানিয়ে ফেললাম। কিন্তু ব্যাপারটা মোটেই তেমন নয়। আমি তো এয়ারলিফটও করেছি, তখন তো কংগ্রেসের সরকার ছিল। সেই নিয়ে তো কেউ কথা বলেনি। এমনকি মিশন রানিগঞ্জ যখন ঘটেছিল, তখনও দেশে কংগ্রেসের রাজ ছিল। তাই কে ক্ষমতায় রয়েছে সেটা এখানে জরুরি নয়। জরুরি হল দেশের উন্নয়নের জন্য কে কী করেছে’।
বক্স অফিসে অক্ষয়ের লেটেস্ট রিলিজ ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। বাস্তবের হিরো যশবন্ত সিং গিলের দুর্ধর্ষ সাহসিকতার গল্প এই ছবিতে তুলে ধরেছেন অক্ষয় কুমার। সালটা ১৯৮৯। নভেম্বরের এক অভিশপ্ত দিনে বাংলার মাটিতে ঘটে যাওয়া এক দুর্ঘটনার বাস্তবচিত্র ‘মিশন রানিগঞ্জঃ দ্য গ্রেট ভারত রেসকিউ’। রানিগঞ্জের কয়লাখনিতে আচমকা দুর্ঘটনা। খনির ভিতর আটরে পড়েন ৭১ জন শ্রমিক। তাদের উদ্ধার করেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। সেই কা😼হিনিই এবার পর্দয়। পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। মুক্তির প্রথম চারদিনে দেশের বক্স অফিসে ১৩.৮৫ কোটি টাকা আয় করেছে এই ছবি।