এক ধাক্কায় এগিয়ে গেল ‘গাঁটছড়া’র গল্প। স্টার জলসার এই মেগা থেকে সরে দাঁড়িয়েছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) মানে খড়িꦜ সেই খবর তো আগেই দিয়েছিলাম। এবার প্রকাশ্যে এল কীভাবে শেষ হল খড়ির অধ্যায়। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হল খড়ির। এই কঠিন সত্যিটা আগেই আঁচ করেছিল সে, তবুও ঋদ্ধিমান ও নিজের সন্তানকে জন্ম দিতে বদ্ধপরিকর ছিল খ⛄ড়ি।
শুরুতে শꦜোনা গিয়েছিল ‘গাঁটছড়া’র নতুন অধ্যায়ে নাকি নায়ক হবেন ওম সাহানি। তবে তেমন কিছুই ঘটেছে না। শোলাঙ্কি বাদে সিরিয়ালের অনান্য চরিত🐽্ররা রয়েছেন। ঋদ্ধিমান, দ্যুতি-রাহুল, বনি-কুণালদের দেখা যাবে এই মেগায়। 'খড়িদ্ধি' জুটির সন্তান হয়ে গল্পে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়ক। আর তিনি ওম সাহানি নয়। সোমবারের পর্বে সেই নায়কের ঝলক দেখেছে দর্শক। আপনাদের জানিয়ে রাখি খড়ির ছেলে আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে (Arya Dasgupta)।
ছোটপর্দার পরিচিত মুখ আর্য। এর আগে কালার্স বাংলার মেগায় দেখা মিলেছে তাঁর। শিশুশিল্পী হিসাবে বাংলা ছবিতে কাজ করেছেন। ফোর্স (২০১৪)-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের চরিত্রে কাজ করেছিলেন। বড় হয়েও ঋত্বিকাꦰর নায়ক হিসাবে ‘প্রথম বারের প্রথম দেখা’ ছবিতে দেখা মিলেছে আর্যর। আবির-অর্পিতাদের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শে্য়ার করেছেন ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে। সদ্য়ই আড্ডাটাইমসের ‘খ্য়াপা’ সিরিজে দেখা মিলেছে আর্যর।
এদিন স🤪োশ্যাল মিডিয়ায় নিজের নতুন ইনিংসের কথা ঘোষণাও করেন আর্য। তবে পরে সেই পোস্ট ডিলিট করে দেন। আর্যর এন্ট্রি একদম ধামেকেদার তা স্পষ্ট টিজারেই। গিটার হাতে মঞ্চে গান গাইতে দেখা যাচ্ছে আয়ুষ্মানকে। 'রকস্টার' আয়ুষ্মানকে ঘিরেই আপতত এগোবে গাঁটছড়ার গল্প। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ কেমন হয় তা দেখতে উৎসাহী ভক্তরা। যদিও খড়ির এই পরিণতি মেনে নিতে পাচ্ছে না গাঁটছড়ার অনুরাগীরা। অনেকের দাবি, ‘এর চেয়ে শেষ করে দিতেই পারতো। খড়ি ছাড়া গাঁটছড়া অর্থহীন’। সূত্রের খবর, সিরিয়ালে নায়িকা হিসাবে এন্ট্রি নেবেন কথা চক্রবর্তী। যদিও তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে গাঁটছড়া থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে শোলাঙ্কি জানিয়েছেন আপতত একটু বিশ্রাম নিতে চান তিনি, শরীরটা ভালো যাচ্ছে না তাঁর। নায়িকার কথায়, ‘কয়েকদিন হল শরীরটা ভালো নেই। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থ্য়ের উপর💫 একটু ফোকাস করতে চাই।’ সঙ্গে জানালেন দেড় বছর প্রায় একটানা 🌳যেহেতু কাজ করে গিয়েছেন তাই ব্রেকের দরকার ছিল। একটু বেড়াতে যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।