গতবছর সকলকে চমকে দিয়ে প🔜রিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে হঠাৎই বিয়েটা সেরে করে ফেলেছিলেন শ্রুতি দাস। যদিও সেটা ছিল আইনি বিয়ে। তবে বিয়ের পর মধুচন্দ্রিমা সারতে ডুয়ার্♏স গিয়েছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। আর এই মুহূর্তে তাঁরা দ্বিতীয় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। শ্রুতি-স্বর্ণেন্দু গিয়েছিলেন মেঘালয়ে। তবে মেঘালয় ঘুরে পাশের রাজ্য অসমের কামাখ্যা মন্দিরে না গেলে কি হয়?
যেকেউ মেঘালয় ট্যুরে গেলেই সাধারণত ফেরার পথে গুয়াহাটি গিয়ে কামাখ্যায় পুজো দেন। শ্রুতি-স্বর্ণেন্দুও সেটাই করলেন। কামাখ্যায় পুজো দিয়ে সেখান থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। স্বর্ণেন্দুর পরনে গে𝄹রুয়া পাঞ্জাবি, আর শ্রুতির পরনে গামছা প্রিন্টেড ড্র🌃েস। দুজনের গলাতেই গাঁদার মালা, আর মাথায় জয় মা কামাখ্যা লেখা ব্যান্ড। কামাখ্যা মন্দিরের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। ‘জয় মা কামাখ্যা’ক্যাপশানেই ছবিগুলি পোস্ট করেছিলেন শ্রুতি দাস।
এর আঘে মেঘালয় ডায়েরি থেকে নানান মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছেন শ্রুতি। কখনও তাঁকে ডাউকি নদীতে নৌকা ভ্রমণে বের হয়ে গান গেয়েছেন। সেই ভিডিয়ো পোস্ট করে শ্রুতি লিখেছিলেন, ‘আমি গানের সুরে 𝓡মিল পেলেই মায়ের মাথা খারাপ করে দিই শুনিয়ে শুনিয়ে আর রেকর্ড করে রাখি যাতে ভুলে না যাই। এবারে মিস করে গেছি ভিডিও করতে তাই, ডাউকি গিয়েই বর কে বলেছ🐷িলাম,আজ গাইবো,রেকর্ড করে দিও।’ এদিন ১২ ফেল ছবির বলো না গানটির সঙ্গে রূপকথারা গানটির ম্যাশাপ গেয়ে শোনান। এই ভিডিয়োটি মা স্বরূপা দাসকে ট্যাগও করেন শ্রুতি।
আবার কখনও আবার মেဣঘালয়ের ডবল ডেকার রুট ব্রিজের সামনে দাঁড়িয়ে ঝরণার ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর এই ভিডিয়োর ছবি দেখে অনেকেই তাঁকে 'ক্রাংশুরি ফলস' আর 'ফে ফে ফলস' ঘুরে দেখার🐼 পরামর্শ দিয়েছেন। যদিও শ্রুতি জানিয়েছেন ‘এবার আর হল না, পরের বার যাব।’ প্রসঙ্গত, মেঘালয় যাঁরা গিয়েছেন, তাঁরা বেশ ভালোই জানেন, প্রতি মুহূর্তে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। প্রকৃতি সেখানে সত্যিই অপরূপা।
আরও পড়ুনৃ-
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে সিরিয়াল থেকে সাময়িক বিরতি নিয়ে আপাতত সিনেমা ♚কাজে ব্যস্ত শ্রুতি। খুব শীঘ্রই ত♔াঁকে উইন্ডোজ প্রোডাকশনের ‘আমার বস’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।