বি-টাউনে ফের একের পর এক করোনা আক্রান্তের খবর সামনে আসছে। করিনা কাপুর খান ও অমৃতা আরোরার কোভিড রিপোর্ট পজিটিভ, এ কথা সামনে এসেছে সোমবারই। পরদিনই জানা যায় সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুর এবং সোহেল খান পত্নী সীমা খানও করোনা পজিটিভ। দুজনেই করিনা ও অমৃতার ঘনিষ্ঠ ব🐭ান্ধবী। এবং গত ৮ই ডিসেম্বর করণ জোহরের পার্টিতে হাজির ছিলেন চারজনই।
সঞ্জয় কাপুরের স্ত্রীর পর এবার করোনা আক্রান্ত অভিনে🔯তার মেয়েও। চারদিন আগে শানায়ার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু বুধবার ফের পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন শানায়া। তিনি লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। সামান্য উপসর্গ রয়েছে। আমি ঠিক আছি, নিজেকে আইসোলেট করে নিয়েছি। গত চারদিন আগে আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল কিন্তু সতর্কতার জেরে আবারও পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে'।

শানায়া আরও জানান, 'আমি সবরকম করোনাবিধি মেনে চলছি, চিকিত্সকের পরামর্শমতোই চলছি। আমার সংস্পর্শে যাঁরা🌠 এসেছেন তাঁদের অন💜ুরোধ দয়া করা নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন। সুরক্ষিত থাকুন’।
ফিল্মমেকার করণ জোহর ও তাঁไর পরিবারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবারই ইনস্টাগ্রামে সে কথা স্পষ্ট করেছেন করণ। পাশাপাশি করোনাবিধি ভেঙে পার্টি চলছিল তাঁর বাড়িতে এমন দাবিও নস্যাত্ করেছেন ধর্মা কর্ণধার। তিনি বলেন, ওই মাত্র ৮ জন উপস্থিত ছিল তাঁর বাড়িতে। সেটা একটা ঘরোয়া আড্ডা ছিল মাত্র, কোনও পার্টি নয়। করোনা🏅কে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তিনি বা তাঁর পরিবার সেকথা স্পষ্ট করেন করণ জোহর।
করিনা কাপুর খানের পরিব☂ারও কোভিড নেগেটিভ, তবে অভিনেত্রীর এক পরিচারিকার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে বিএমসি। পাশাপাশি কোভিড রিপোর্ট পজিটিভ ১০ বছরের সীমা খান পুত্রেরও।