রাজকুমার রাও-এর পর এবার এষা দেওল। সুন্দর হতে, প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন এষা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে এষার ঠোঁট সার্জারির ঘটনা নজর এড়ায়নি নেটিজেনদের। স্বাভাবিকভাবেই শুꦉরু হয়েছে ট্রোলিং।
মথুরা কেন্দ্রের BJP প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারেꦗ 🅘গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই হেমার ফুটে ওঠা ঠোঁটের বিষয়টি নেটিজেনদের নজর এড়ায়নি। সেই ভিডিয়ো ঘিরেই উঠে এসেছে নানা মন্তব্য।
এক নেটিজেন এষার ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল🍸, এখন এষা কী ♒হাল হয়েছে?’ কারোর মন্তব্য, ‘আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আপনা আর আগের বয়স ফিরে পাবেন না।’ কারোর কথায়, ‘ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেন…।’ কারোর কথায়, ‘আপনি অতিরিক্ত প্লাস্টিক হয়ে উঠেছেন!’ কারোর কটাক্ষ 'ঠোটেঁ পিপড়ে কামরেছে নাকি!'
সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মা হেমার পথে হেঁটে এষাও খুব শীঘ্রই রাজনীতির আঙিনার পা রাখবেন। 𒀰আর এবিষয়ে নিজেই মুখ খুলেছিলেন হেমা। মেয়ের রাজনীতির প্রতি আগ্রহের কথা জানিয়ে হেমা বলেছিলেন, ‘হ্যাঁ, এষার রাজনীতির প্রতি আগ্রহ আছে।’ যদি এষা নিজে এবিষয়ে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা র🔴েখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম♔’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে দেখা গিয়েছে এষাকে।