বলিউডে পা রেখেছে বচ্চন পরিবারের তৃতীয় প্রজন্ম। অমিতাভের নাতি অগস্ত্য়র ডেবিউ ছবি, ‘দ্য আর্চিস’ ইতিমধ্যেই স্ট্রিম করছে নেটফ্লিক্সে। অভিনয়ের জগতে পা রাখার আগে থেকেই অগস্ত্যর প্রেমচর্চা তুঙ্গে। জল্পনা শাহরুখ কন্যা সুহানার সঙ্গে প্রেম করছেন শ্বেতা নন্দার পুত্র। এর মাঝেই সুহানার হাত ধরে দাদু বচ্চনের গেম শো কেবিসি-র মঞ্চে পৌঁছেছেন অগস্ত্য। আরও ﷽পড়ুন-মামার বাড়িতে মন টেকেনি! ব্যাগ গুছিয়ে দিল্লি ফিরতে চাইত অগস্ত্য, নাতিকে নি♒য়ে বেফাঁস অমিতাভ
যদিও হটসিটে অমিতাভের মুখোমুখি একসঙ্গে বসবেন না অগস্ত্য ও সুহানা। ‘দ্য আর্চিস’ কো-সꦏ্টার মিহির এবং যুবরাজের সঙ্গে হটসিট শেয়ার করবেন অগস্ত্য। সেই প্রোমো এদিন সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। প্রোমোতে অগস্ত্যকে হাসিমুখে বলতে শোনা গেল, ‘দাদু তুমি মহান, শুধু আমাকে সহজ প্রশ্ন করো’। নাতির মুখে নিজের প্রশংসা শুনে এতটুকুও গললেন না অমিতাভ, বরং মিষ্টি করে বকে দেন নাতিকে। দৌহিত্রর উদ্দেশে তাঁর বার্তা- ‘এই নানু-ফানু কেবিসি-র মঞ্চে চলবে না, মাখনটা অন্য কোথাউ লাগিও’। একথা শুনে দর্শকাসন থেকে ভেসে আসে হাসির রোল!
𒈔এরপর সুহানাকে বিগ বি-র প্রশ্ন, বাবা (শাহরুখ) কোনও টিপস দিয়েছে এখানে আসার আগে? জবাবে জোয়ার ‘ভেরোনিকা’ বলে- ‘শুধু বলেছে মনে করিয়ে দিতে আপনি অনেক ছ🍎বিতে ওঁনার বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আমাকে সহজ প্রশ্ন করবেন’।
গত ৭ই ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে আর্চিসের। গত মঙ্গলবার এই ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিল গোটা বচ্চন꧅ পরিবার। অগস্ত্যর জীবনের অন্যতম সেরা মুহূর্তে ভরসার হাত কাঁধে রাখলেন তাঁর মেগাস্টার দাদু অমিতাভ। অগস্ত্যকে আগলালেন জয়া-ঐশ্বর্যরা। আর্চিসের প্রিমিয়ারে অগস্ত্যর হাত শক্ত করে ধরে থাকেন মামা অভিষেক। বোনপোর জন্য় আদরমাখা বার্তায় লেখেন- 'তোমাকে একটাই কাজ করতে হবে, আমার কাছে পৌঁছাতে হবে। আমি সবসময় তৈরি থাকব তোমার হাত ধরতে, সিনেমার জগতে স্বাগত আমার প্রিয় অগস্ত্য'।
প্রসঙ্গত, জোয়া আখতারের ছবির সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন অগস্ত্য-সুহানা ছাড়া আরও এক স্টার কিড, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। ‘দ্য আর্চিস কমিকস’এর ভারতীয় সংস🌱্করণ এই ছবি। ‘দ্য আর্চিস’ গ্যাং-এ সুহানা,অগস্ত্য ও খুশির সঙ্গে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকেই এই ছবিতে ‘নেপোটিজমের আঁতুড়ঘর’ বলে কটাক্ষ করেছেন। আবার অনেকে জোয়ার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছꦰেন।