শারীরিক অবস্থার উন্নতি। সোমবার ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। টানা ৬ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেত্রী। এই খবরে খা💜নিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঐন্দ্রিলার পরিবার, কাছের মানুষ এবং শুভানুধ্যায়ীরা। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানিয়েছেন, সব্যসাচী চৌধুরীর উপস্থিতিতে ‘খুব ভালো সাড়া’ দিচ্ছে তাঁর মেয়ে।
হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটা কমেছে। আপাতত ঐন্দ্রিলার জ্বর নেই, যা যথেষ্ট ইতিবাচক। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। অ্যান্টিবায়োটিক♎ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি।
আরও পড়ুন: ছবিতে এই পুচকে ছেলেটিকে চিনতে পারছেন? বিনোদন জগতের এখন এক বিখ্যাত তারকা ইনি
শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে ‘স্টিমুলেটিং থেরাপি’ দেওয়া হচ্ছ♎ে। এই থেরাপি অনুযায়ী, অভিনেত্রীর পরিবারের সকলে বাবা, মা, দিদি ওর পাশে গিয়ে ওর ছোটবেলার গল্প করছে। ওর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলি নিয়ে কথা বলছে। পরিবারের সকলে মিলে ওকে স্টিমুলেটিং থেরাপি দিচ্ছেন।
শিখা দেবী জানিয়েছেন, সব্যসাচীর যে কোনও কথায় খুব ভালো সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। কেউ পাশে গ🐼িয়ে ঐন্দ্রিলার হাতে হাত রাখলে তা ধরার চেষ্টা করছেন অভিনেত্রী। যদিও এখনও জ্ঞান ফেরেনি।
তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এ🌌র আগেও দু'বার ক্যানসার জয় করে ফিরেছেন ঐন্দ্রিলা।