তামিল সুপারস্টার অজিত কুমারকে কে না চেনে! শুধু ভারতেই নয় ‘বেদালাম’ তারকা দেশের বাইরেও ততটাই জনপ্রিয়। দক্ষিণী সিনেমার এই সুপারস্টারের ফ্য়ান সংখ্য়া অগুণতি। কিন্তু স্টারডমের ছিঁটেফোঁটাও নেই তাঁর মধ্য়ে, এক্কেবারে মাটির মানুষ তিনি। মাটির সঙ্গেই𒆙 জুড়ে থাকতে ভালোবাসেন। মিডিয়ার চাকচিক্য থেকে দূরে থাকা এই সুপারস্টার আচমকাই সংবাদ শিরোনামে। সৌজন্যে তাঁর সাম্প্রতিক কীর্💧তি!
সম্প্রতি লন্ডন এয়ারপোর্টের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। দুধের শিশু কোলে এক লন্ডন থেকে সফর করছিলেন এক মহিলা। ১০ মাসের শিশু ও তাঁর জিনিসপত্র সামলে নিজের ব্যাগ বইতে হিমসিম খাচ্ছিলেন তিনি। এরপর সেই মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তামিল সুপারস্টার। মহিলার অনুমতি নিয়ে তাঁর ব্য়াগ বয়ে দেন অজিত কুমার। শুরুতেই তামিল তারকাকে চিনতে পেরেছিলেন ওই ভারতীয় মহিলা। এত বড় স্টার তাঁর ব্যাগ বইবে! কিন্তু কিন্তুবোধ হচ্ছিল তাঁর, বারণও করেন তিনি। সেইসময় পাল্টা জবাবে অজিত কুমার জানান, ‘আমিও দুই সন্তানের বাবা। আমি জানি এই অনুভূতিটা’। এরপর মহিলার এই ব্যাগ কেবিন ক্রু-র কাছ পর্যন্ত পৌঁছে দেন অজিত। শিশু-সহ ওই মহিলা প্লেনꦓের সিটে সুরক্ষিতভাবে বসতে পেরেছেন কিনা, তাও নিশ্চিত করেন তারকা।
এই গোটা ঘটনার দলিল ফেসবুকে তুলে ধরেছেন ওই মহিলার স্বামী। তাঁর সেই পোস্ট নিমেষেই ভাইরাল। অজিত কুমারের মতো সুপারস্টারের এহেন ব্য়বহারে স্তম্ভিত ওই মহিলা। সেই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় প্রশংসার বন্যা। নেটিজেনরা জানায়, ‘শুধু পܫর্দার নয়, অজিত স্য়ার বাস্তবের হিরো’। 🐠কেউ লেখেন, ‘সুপারস্টার হয়েও একবিন্দু অহংকার নেই ওঁনার মধ্য়ে, অজিত স্যারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল’।
খুব শীঘ্রই নিজের ৬২তম প্রোজেক্টের কাজ শুরু করবেন অজিত কুমার। শুরুতে ভিগনেশ শিবানের এই ছবি পরিচালনা করার কথা ছিল। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মাগিজ থিরুমেনি ভি🌳গনেশের জায়গা নিতে চলেছেন। প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো না হলেও ভিগনেশ জানিয়েছেন প্রযোজকদের চিত্রনাট্যের দ্বিতীয়ার্ধ পছন্দ না হওয়ায় ছবি ছেড়ে বেড়িয়ে এসেছেন তিনি।