🐽 দাদাগিরির মঞ্চে দেখা মিলল কাবো অ্যান্ড টিমের। সেই এপিসোডের ঝলক সামনে আসতেই উত্তেজিত গায়কের ভক্তরা। বাংলা সারেগামাপা-র বিজেতা হতে না পারলেও, জাতীয় মঞ্চে সারেগামাপা-র ট্রফি উঠিয়েছেন বাংলার এই ছেলে। অ্যালবার্ট কাবো লেপচার যে কী পরমাণ ভক্ত সংখ্যা, তা বোঝা যায় যে কোনও লাইভ শো-তে। এবার কাবো দাদাগিরিতে।
🎀সম্প্রতি দাদাগিরিতে যোগ হয়েছে ‘লাইভ পারফরমেন্স’-এর একটি রাউন্ড। যেখানে এসে পারফর্ম করেন মডেল ও শিল্পীরা। আর সেই পারফরমেন্সের উপরেই করা হয় প্রশ্ন। আর সেরকমই একটি প্রশ্নের জন্য দাদাগিরিতে এলেন কাবো। গাইলেন ব্রহ্মাস্ত্র সিনেমার ‘কেশরিয়া’ গানটি। যেটি সিনেমার জন্য অরিজিন্যালি গেয়েছিলেন অরিজিৎ সিং।
দেখুন সেই এপিসোডের ঝলক-
🦹গত বছরে জীবনে কম ঝড়ঝাপটা আসেনি কাবোর। বাংলা সারেগামাপা-তেই পরিচয় হয়েছিল সকলের কাবোর শিশুকন্যা এভেলিন ও স্ত্রী পূজার সঙ্গে। এরপর একদিন হঠাৎই সামাজিক মাধ্যমে ছোট্ট এভেলিনের ছবি শেয়ার করে কাবো লেখেন, না ফেরার দেশে চলে গিয়েছে তাঁদের একমাত্র মেয়ে। জানা যায়, হার্টের সমস্যায় ভুগছিল সে।
🀅হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে কাবো জানান, ‘মেয়ে মারা যাওয়ার পর আমি বাড়িতেই ছিলাম। গানও ছেড়ে দিয়েছিলাম। ওর ট্রিটমেন্টের জন্য অনেক শো করেছিলাম। কিন্তু ওই থাকল না… (খানিক নিস্তব্ধতা) আমার তো মনই ছিল না আর গান-বাজনায়। আমাকে পূজা বলল, তোমাকে জিটিভি সারেগামাপা-তে যেতে হবে। আমি রাজি হইনি। বলেছিলাম, পারব না, আমার ইচ্ছে নেই। গানে মনযোগই দিতে পারছি না। কিন্তু ও জোর দিয়ে বলে তোমাকে আমাদের মেয়ের জন্য যেতে হবে। তাই আর না করতে পারিনি।’
෴২০২২ সালে বাংলা সারেগামাপাতে অংশ নিয়েছিলেন অ্যালবার্ট কাবো। সেখানে তিনি রানার্স আপ হন। পদ্ম পলাশের কাছে হেরে বাংলা সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হয়েছিল। এরপর ২০২৩ সালের শুরুতে একরত্তি মেয়েকে হারান। তবে এই একই বছরে ভাগ নেন জি বাংলা সারেগামাপা-তে। সেখানে তিনি মন জিতে নেন নীতি মোহন, অনু মালিক, হিমেশ রেশামিয়াদের।
😼আপাতত কাবোর চোখে বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন। সারেগামাপা-য় থাকাকালীনই বারবার অনু মালিক পারমর্শ দিয়েছিলেন কাবোকে মুম্বইতে এসে হিন্দিতে গান গাওয়ার। যদিও একদম প্রথমে হিন্দিতে নেপালি টান থাকায় একরাধিকবার পেয়েছেন ‘উচ্চারণ’ শুধরনোর পরামর্শ। আর সেই পারমর্শ মেনে হিন্দি নিয়ে কাজও করছেন। মেয়েকে ‘গর্বিত’ করাই এখন তাঁর ধ্যানজ্ঞান।