গাঢ় নীল রঙের লেহঙ্গা। কপালে টিপ, খোলা চুল। কানে বাহারি রঙের ঝুমকো। আলিয়া ভাটের দীপাবলির সাজ। তবে এ বছরের নয়। গত বছরের। পুরনো ছবি দিয়েই অনুরাগীদের আলোর উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন হবু মা𝓀।
এ বছর আলিয়ার দীপাবলি কাটছে অন্য ভাবে। ঝাঁ চকচকে বলিউডি পার্টিতে নয়, বাড়িতেই নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে দু'টি ছবি দিয়েছেন আলিয়া। প্রথম ছবিটি গত বছরের। সব্যসাচী মুখোপাধ্যায়ের বাঁধনি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন মহেশ-কন্যা। হাতে প্রদীপ নিয়ে লেন্সবন্দি হয়েছিলেন। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, সাদামাঠা একটি টি শার্ট পরে নিজের বিছানায় শুয়ে আলিয়া। ছবি দিয়ে জানিয়েছেন, এ বছর দীপাবলি তিনি বিছানাতেই কাটাবেন। অগত্যা পুরনো ছবি দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী🤡দের।
চলতি বছরের 🐟এপ্রিল মাসে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে করেন আলিয়া। জুলাই মাসে অন্🦂তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তিনি। জানা গিয়েছে, আর কিছু দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে রণবীর-আলিয়ার সন্তান। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর যে কোনও সময়ে ভূমিষ্ঠ হতে পারে ভাট এবং কাপুর পরিবারের নতুন অতিথি।
অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'♚-এ আলিয়াকে শেষ বার বড় পর্দায় দেখা যায়। এই ছবির হাত ধরেই প্রথম বার পর্দায় রণবীরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। বিশ্ব জুড়ে প্রায় ৪৫০ কোটির ব্যবসা করে ছবিটি।