মাস কয়েক আগেও টেলিপাড়ায় তিয়াসার নতুন প্রেম নিয়ে চর্চা শোনা যেত ইতিউতি। কিন্তু অক্টোবরেই জানা যায়, অꦓভিনেতা-প্রযোজক সোহেল দত্তর সঙ্গে ব্রেকআপ ‘বাংলা মিডিয়াম’-এর ইন্দিরার। এর আগে আস্ত একটা বিয়ে ভেঙেছে তিয়াসার! বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তিয়াসা লেপচা। স্বামীর (তৎকালীন) হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছিলেন ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী। তবে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টানেন ২০২২-এর ফেব্রুয়ারিতে।
গত অক্টবরে সোহেল জানিয়ে ছিলেন ‘আমার কোনও প্রেমিকা নেই, আমি সিঙ্গল’। পরে ঘনিষ্ঠমহলে ব্রেকআপের কথা জানিয়ে দেন সোহেল। গত শুক্রবার ছিল সোহেলর জন্মদিন। তিয়াসার জন্মদিনে নিজে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন সোহেল, অথচ তাঁর জন্মদিনের অতিথি তালিকায় ছিলেন না তিয়াসা। সোহেলর জন্মদিনে নাকি কাজের সূত্রে কোচবিহারে ছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তা🍎ঁর নাকি এখনও বন্ধু, কোনও তিক্ততা নেই। কিন্তু সূত্র বলছে অন্য কথা। দুজনের নাকি মুখ দেখাদেখি বন্ধ।
এইসবের মাঝেই সোশ্যালে সোহেলের জন্য আদুরে শুভেচ্ছা পোস্ট ‘মিঠাই’ স꧋ৌমিতৃষার। সোহেলের জন্মদিনের পার্টিতে হাজ▨ির হননি সৌমিতৃষা। তবে একান্তে সেলিব্রেট করলেন জন্মদিনের আনন্দ। ছবিতে সাদা-কালো প্যান্ট স্যুটে পাওয়া গেল সৌমিতৃষাকে। সাদা টিশার্ট আর কালো প্যান্টে ক্যাজুয়াল উইন্টার লুকে বার্থ ডে বয়।
সৌমিতৃষা সোহেলের উদ্দেশে লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভগবান তোমꦉার মঙ্গল করুক’। এই ছবি দেখে অনেকেরই চোখ ছানাবড়া! তিয়াসার প্রাক্তনের সঙ্গে সৌমিতৃষার বন্ধুত্ব হল কীভাবে প্রশ্ন তাঁদের?
ওদিকে সোহেলের জন্মদিনের কয়েকঘন্টা বাদেই ইনস্টাগ্রামে ‘ব্রেকআপ সং’-এ রিল ভিডিয়ো পোস্ট করলেন তিﷺয়াসা। গোটাটাই কি নেহাত কাকতালীয়? কারণ সোহেল-তিয়াসার ব্রেকআপ হয়েছে মাস তিনেক আগেই।
ওদিকে সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়ে তিয়াসা জোর গলায় বলেছিলেন ২০২৫-এর অক্টো💮বরে ফের বিয়ে করবেন তিনি। সেই মন্তব্য ভাইরাল হয়ে যায়। তাহলে কি বিয়ে ꦓভেস্তে গেল তিয়াসার? অভিনেত্রী জানিয়েছেন, কিছু না ভেবে এমনই ওই কথাটা বলেছিলেন তিনি। বিষয়টা যে এইভাবে সিরিয়াস হয়ে যাবে তা তিনি বুঝে পারেননি। বাংলা মিডিয়াম শেষ হওয়ার পর এখনও নতুন প্রোজেক্টের কাজে হাত দেননি শিল্পী।
একটা সময় শিশুশিল্পী হিসাবে বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন সোহেল। বউ কথা কও, তারে আমি চোখে দেখিনি-র মতো হিট মেগার অংশ থেকেছেন সোহেল। এখন অবশ্য সেভাবে অভিনয়ের জগতে দে🔯খা যায় না তাঁকে। ‘ক্লাসরুম’ নামের একটি ছবিতেও লিড হিরো হিসাবে দেখা গিয়েছে সোহেলকে। শেষ ‘শ্রীময়ী’ সিরিয়ালে রোহিত সেনের বোনপো হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। সোহেল রাজনীতির মঞ্চেরও পরিচিত মুখ। সেই সূত্রেই নাকি আলাপ তিয়াসা-সোহেলের। সৌমিতৃষা-সোহেলের আলাপ কীভাবে? আপতত সেই প্রশ্নের জবাব খুঁজছে ফ্যানেরা।