চর্চায় টলি অভিনেতা ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর ১২ বছরের দম্পত্য। সম্প্রতি একটা ভ𒁏িডিয়ো পোস্ট করে কাল্পনিক ছেলে-মেয়ের গল্প শোনান টেলি অভিনেতা ঋষি কৌশিক। আর তাতেই ঋষি-দেবযানীর বিয়ে ভাঙার ইঙ্গিত পান নেটিজেনরা। ভিডিয়োতে নাম না করে দেবযানীর বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন ঋষি। যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষসঙ্গীর সঙ্গে ঘুরে বেড়া🌺নোর অভিযোগও রয়েছে।
এসব নিয়ে যখন চর্চা চলছে, ঠিক তখনই মুখ খোলেন দেবযানী। জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত। এমন অভিযোগ নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান। তবে স্ত্রী দেবযানী মুখ খোলার পর এক্কেব꧟ারেই চুপ ঋষি। তবে দাম্পত্য কলহ নিয়ে চর্চার মাঝেই কাজের জন্য় রাজস্থান গিয়েছিলেন ঋষি।এবার সেখান থেকে ফেরার পথে 🔯তিন মহিলার প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা। তবে এই তিন মহিলা কারা?
🌟এরাঁ হলেন ইন্ডিগো এয়ার লাইন্সের তিন বিমান🅘 সেবিকা। রাজস্থান থেকে ফেরার পথে এই তিন বিমান সেবিকার কাছ থেকে কৃতাজ্ঞতা প্রকাশক ছোট্ট চিঠি পেয়েছেন ঋষি। তাতে লেখা ছিল, ‘আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের। আশা রাখি আপনার সঙ্গে আবার দেখা হবে।’ নিচে ওই তিন বিমান সেবিকার নান। পাল্টা ওই বিমান সেবিকাদের আতিথেয়তায় খুশি হয়ে পাল্টা তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন ঋষি কৌশিক। তিনি লেখেন, আপনাদের ব্যবহারে মুগ্ধ, ধন্যবাদ। সঙ্গে তিন সুন্দরী বিমান সেবিকার সঙ্গে ছবি ও তাঁদের থেকে পাওয়া চিপসের প্যাকেটের ছবিও পোস্ট করেছেন অভিনেতা।
এদিকে সম্প্রতি তাঁর♛ বিরুদ্ধে অভিনেতা স্বামী ঋষি কৌশিকের আনা একাধিক অভিযোগে সংবাদমাধ্য𓆏মের কাছে মুখ খুলেছেন দেবযানী চক্রবর্তী। ঠিক কী বলেছেন তিনি?
দেবযানী সাফ জানান, ‘আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, অন্যায্য এবং কাল্পনিক। এগুলি করার একমাত্র কারণ আমꦡার সামাজিক সম্মানহানি করা, আম🐟ার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের নীচ উদ্দেশ্য সাধন করা।’
দেবযানী আরও বলেন, 'যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ এবং এটি আমার ওপর করা তার দীর্ঘদিনের ধারাবাহিক অত্য♛াচার আর নিষ্ঠুরতার আর একটি অধ্যায়। আমার ধৈর্য্য আর সহনশীলতার অন্যায় সুযোগ নিয়ে এটি করা হচ্ছে। আমার ওপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি মানাবার এটা একটা মরিয়া প্রয়াস। গোটা বিষয়টি নিয়ে আমি আইনী পরামর্শ নিচ্ছি। এ বিষয়ে বেশী বিস্তারে বলার অবস্থায় আমি নেই। শুধু এটুকু জানাই আমি আমার আইনী পরামর্শদাতাদের সঙ্গে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নিতে চলেছি।'
ঋষির অভিযোগ নিয়ে দেবযানীর আরও দাবি,🍸 'দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এধর﷽নের কোন অভিযোগ থাকে, তাহলে তিনি কোর্টে যাবেন সেই সমস্যা সমাধানে। ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না।'
তবে দেবযানী মুখ খোলার পর ঋষি কৌশিক অবশ্য এবিষয়ে বিশেষ ক🍌িছু বলতে চাননি। তাঁর বক্তব্য, তিনি সঠিক সময়ে🅠ই উত্তর দেবেন।