রক্তারক্তি কাণ্ড 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে! ফের দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন। পায়ের নীচের অংশে চোট পেয়ে শির𝔍া কেটে যায় সঞ্চালকের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। নিজের অভিজ্ঞতার কথা তাঁর ব্লগে জানিয়েছেন অভিনেতা।
ܫকেবিসি-র সেটে একটি ধারালো ধাতুতে অমিতাভের পায়ের শিরা কাটে। তখনই প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। ওই চোট নিয়েই সহকর্মীদের সাহায্যে কোনও রকম হাসপাতালে গিয়ে পৌঁছন অমিতাভ। তাঁর পায়ে সেলাই পড়ে। এর পরেও যদি কাজ থেমে থাকেনি। বাড়তি সাবধানতা অবলম্বন করে শ্যুট করেছেন অমিতাভ।
পায়ের ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু বিধিনিষেধ মেনে🌟 চলতে হচ্ছে অভিনেতাকে। খুব বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকা তাঁর বারণ। ট্রেডমিলে দৌড়তেও তাকে নিষেধ করা হয়েছে। এই দুর্ঘটনা তাঁর শরীরে ক্ষতের দাগ রেখে গিয়েছ🐻ে। ব্লগে সে কথাও জানিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই অমিতাভের জন্মদিনে তাঁকে চমকে দিতে কেবিসি-র মঞ্চে উপস্থিত হয়েছিলেন জয়া এবং অভিষেক বচ্চন। বিগ বি-কে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দিয়েছিলেন জয়া। স্ত্রী এবং পুত্রকে কাছে পেয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা।
(আরও পড়ুন: ‘ইয়ে নীলি জার্সিওয়ালো’, টি২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের আগে শুভেচ্ছা অমিতাভের!)
'ক𒉰েবিসি'-র পাশাপাশি একাধিক ছবির কাজ করছেন অমিতাভ। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর 'গুডবাই'।⭕ প্রকাশ্যে এসেছে 'উঁচাই'-এর ট্রেলার। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে 'গণপত'।