রবিবার সকালেই এল সেই চরম দু:সংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাঁকে। রবিবার সকালে মাল্টি অর্গ্যান ফেলইয়োর 💮হয়ে মৃত্যু হয়েছে তাঁর।কোকিলকণ্ঠীর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন।
নিজের ব্লগে সুর-সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে অমিতাভ লেখেন, 'তিনি আমাদের ছেড়ে চলে গেলেন....সহস্র শতাব্দীর সেꦫরা স্বর আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আওয়াজ এখন ধ্বনিত হবে স্বর্গে।' বক্তব্যের শেষে ৭৯ বছর বয়সী তারকার সংযোজন, 'শান্তি এবং নীরবতার জন্য প্রার্থনা রইল।'
লতা মঙ্গেশকরকে নিয়ে ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন এআর রহমান। জানিয়েছেন তাঁর বাবার 🍸মাথার কাছে থাকত লতা মঙ্গেশকরের ছবি। প্রতিদিন ঘুম থেকে উঠে লতাজির মুখ দেখে রেকর্ডিংয়ে যেতেন। এমনকী, লতা মঙ্গেশকরের থেকে অনুপ্রেরণা পেয়েই তিনি এখনও প্রতিটা শো-র আগে তানপুরা নিয়ে রিহার্সল করেন বলে জানান ভিডিয়োতে।
তাঁর কথায়, ‘লতাজি শুধু গায়িকা নন, শুধু একজন কিংবদন্তি নন। তিনি ভারতীয় সংগীতের আত্মা। উর্দু কবিতা, হিন্দি কবিতা, বাংলা-- নানা ভাষায়🌼 তিনি গান গেয়েছিলেন। যা সারাজীবন থেকে যাবে আমাদের সঙ⭕্গে।’