অমিতাভ বচ্চনের প্রবাদপ্রতিম ভদ্রতার কথা বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত। করোও বিষয়ে কোনও কটূক্তি করা কিংবা নিজের বিষয়ে কিছু বলা থেকে বরাবরই শতহস্ত দূরে♚ থেকেছেন তিনি। তবে এবার অভিমানের সুর স্পষ্ট তাঁর লেখা কথায়। গত এক বছরে দেশে করোনা পরিস্থিতিতে কী কী দেন করেছেন তারই ফিরিস্তি দিলেন বছর আটাত্তরের ' অ্যাংরি ইয়ং ম্যান'. কেন দিলেন ? দীর্ঘদিন ধরে অমিতাভের প্রতি নেট নাগরিকদের ক্ষোভ ছিল তিনি নাকি স্রেফ নেটমাধ্যমেই সক্রিয় থাকেন। করোনা মহামারীর সময়ে দেশের মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসে কিছুই করেন না। সাধারণত এতদিন এসব বিষয়ে কৈফিয়ৎ দেওয়ার থেকে এড়িয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করে এসেছেন 'সিনিয়র বচ্চন'. একাধিক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে তিনি জানিয়েছিলেন কোনও কিছু দেন করে সে বিষয়ে প্রকাশ্যে বলাটা তাঁর কাছে সমীচীন নয়🏅। কিন্তু শেষপর্যন্ত তাঁর সিদ্ধান্ত বদলের পিছনে যে জমে রয়েছে অভিমান তা তাঁর পোস্ট থেকেই পরিষ্কার। তা কী বলেছেন অমিতাভ ?
সম্প্রতি, করোনা লড়াইয়ে দিল্লির 'শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার'-এ ২ কোটি টাকা অনুদান দিলেন 'বিগ বি.' এরপরেই নেটমাধ্যমে গত ১ বছরে করোনা ত্রাণ-এ তাঁর দানের হিসেবের তালিক🌱া পেশ করলেন এই তারকা। জানিয়েছেন, গত বছর লকডাউনের সময়েই বিপর্যস্ত দিনমজুরদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি ও গোটা বচ্চন পরিবার। দেশের ৫ হাজার শহরে ৪ লক্ষ শ্রমিকের দু'বেলা অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিলেন তিনি। টানা ১ মাস ধরে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পিপিই কিটের ব্যবস্থাও করেছিলেন তিনি।
বিভিন্ন শিখ জনসেবা সংঠনদের সাহায্য করার পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিকদেরও ঘরে ফিরিয়েছিলেন অমিতাভ। তাঁদের ঘরে ফেরার জন্য ট্রেনের পাশাপাশিকরেছিলেন বাসের ব্যবস্থা। এমনকি চার চারটি বেসরকারি বিমানও ভাড়া করেছিলেন তিনি,স্রেফ পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাবেন বলে। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে অক্সিজেন সিলিন্ডার। শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি স্বয়ং জানিয়েছেন এ কথা। এ প্রসঙ্গে অমিতাভ নিজেও জানিয়েছেন যে অক্সিজেন ভেন্টিলেটরের ব্যবস্থাও তিনি করেছেন।নিজ খরচে ও উদ্যোগে বিদেশ থেকে সেসব উড়িয়ে আনাচ্ছেন তিনি।তবে দানের তালিকা প্রকাশ করার পাশাপাশি অমিতাভ জানিয়েছেন তিনি তাঁর এই পদক্ষেপের জন্য প্রতি পদে লজ্জিত। তিনি কখনওই তাঁর এই দানের হিসেবে প্রকাশ করতে চা🐲ননি। তবে দীর্ঘদিন ধরে নেট নাগরিকদের কটূক্তি ও কটাক্ষ তাঁকে রীতিমতো বাধ্য🌞 করলো এই পদক্ষেপ নিতে।