‘পাঠান' ছবির জয়জয়কার দেশজুড়ে। এই ছবির হাত ধরে ৪ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। ছবির পরিচালনায় সিদ্ধার🌼্থ আনন্দ। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। গত ২৫ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। মুক্তির পরই বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের ছবি।
বক্স অফিসের রিপোর্টে চোখ রাখলে, মুক্তির ৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দেশের পাশাপাশি বিদেশেও ছবির বক্স অফিস রিপোর্ট বেশ ভালো। চারিদিকে ছবির সাফল্য উদযাপন করছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম সহ অন্যান্য কলাকুশলীরাও। আরও পড়ুন: ভাইয়ের সঙ্গীত-বিয়েতে লেহেঙ্গা, শাড়িতে জমকালো লুকে পূজা, রইল ছবি
এবার সেই উদযাপনে সামিল হল দুগ্ধ সংস্থা আমূল। ‘পাঠান’ টিমকে শুভেচ্ছা জানাতে জানাতে বিশেষ পোস্ট করেছে ডেয়ারি সংস্থ꧒া 'আমূল'। প্রসঙ্গত, বিশ্বের নানা উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করে থাকে এꦿই দুগ্ধজাত সংস্থা। শাহরুখ-দীপিকার একটি পোস্টার বানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছেন এই সংস্থা।
পোস্টারে পাঠান-এর গান থেকে লাইন নিয়ে লেখা, ‘ঝুমে যো মাখান’। আসলে পোস্টারে দেখানো কার্টুনটিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের 'ঝুমে জো পাঠান'-এ🎀র অ্যানিমেটেড সংস্করণ দেখানো হয়েছে। যেখানে শাহরুখ খানের কার্টুনটি পাউরুটির টুকরো ধরে রয়েছে আর দীপিকা পাড়ুকোনের কার্টুনটিকে তাতে মাখন লাগাচ্ছেন।
'আমূল'-এর তরফ থেকে শেয়ার করা এই পোস্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নেটিজেনরাও বেশ পছন্দ করেছেন ছবিটি। সকলের পোস্টের নীচে ছবির টিমকে শুভেচ্ছা জানিয়ে▨ছেন। যে কোনও সাম্প্রতিক ঘটনাতেই আমূল নিজেদের কার্টুনের সংস্করণ পোস্ট করে সাড়া ফেলেন নেটদুনিয়ায়।
মুক্তির ৮ নম🎀্বর দিনেও এসে ছবিটি (হিন্দি) ভারতের বাজার⛦ে ব্যবসা করেছে ১৭-১৭.৫০ কোটি টাকা। দ্বিতীয় বুধবারে এসে পাঠানের হিন্দি ভার্সান ভারতের বাজার থেকে ঘরে তুলেছে ৩৪৮.৫০ কোটি। মানে ৩৫০ কোটির ঘর ছুঁয়েই ফেলেছে প্রায়। পাঠান প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী মোট ৬৩৪ কোটি সংগ্রহ করেছে। ভারতে যা ৩৯৫ কোটির মোট সংগ্রহ এবং ৩৩০.২৫ কোটির নেট কালেকশন।
এর আগে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে জানিয়েছিলেন, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এর হিন্দি সংস্করণ💛 ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছে, যেখানে আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) এর জন্য ১৩ দিন সময় নিয়েছে। ‘সঞ্জু’ (২০১৮) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। আমিরের ‘পিকে’ (২০১৪) এবং হৃতিক রোশনের 'ওয়ার' ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল। সেখানে দেশীয় বক্স অফিসে মাত্র ৮ দিনে ৩৪৮.৫০ কোটির টাকার ব্যবসা করেছে। যা নিসন্দেহে বড় পাওনা শাহরুখ-ভক্তদের কাছে।