বক্স অফিসে ঝড়ের বেগে ব্যবসা করছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। তিন সপ্তাহ পরে এসেও জওয়ান অপ্রতিরোধ্য। sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, বুধবার𒉰 ভারতীয় 💛বাজার থেকে শাহরুখ খানের সিনেমা সংগ্রহ করেছে ৫.১৫ কোটি।
অন্যদিকে,♊ বিশ্বব্যাপী হাজার কোটি টাকার ক্লাবে পা রেখেছে ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘প্যান ইন্ড🔴িয়ান’ ছবি ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ দক্ষিণী পরিচালক অ্যাটলির। হাজার কোটি টাকার ক্লাবে ‘জওয়ান’ পা রাখার পর একটি সৃজনশীল ডুডল তৈরি করেছে আমুল। শাহরুখ খানের ছবির একটি সৃজনশীল ডুডল শেয়ার করা হয়েছে এই দুগ্ধ সংস্থার তরফে।
আমুলের তরফে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, শাহরুখ খানের আদলে তৈরি মুখের অর্ধেকটা মাস্কে ঢাকা। ব্রেড-বাটার টোস্ট হাতে ধরে সে। পোস্টে বড় বড় করে লেখা, ‘জওয়ান হাজার কোটি’। ট্যাগলাইনে অ্যাটলি টুইস্ট দিয়ে আমুল আরও বলেছে, ‘অ্যাটলি বাটারলি ডেলিশিয়াস’। আরও পড়ুন: ‘তু🥃মি আমার জীবন বদলে দিয়েছ’, বেস্ট ফ্রেন্ড মৌনিকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা দিশার
বিষয়টি শেয়ার করার সময়, আমুল ইন্ডিয়া লিখেছে, ‘#Amul টপিকাল: শাহরুখের ব্লকব꧋াস্টার 𒈔১০০০ কোটি টাকার ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছে!’
বাজেটের দিক দিয়ে হোক বা মুক্তির প্রথম দিনেই হোক, ‘পাঠান’কে প্রথম থেকেই টেক্কা দিয়ে চলেছে ‘জওয়ান’। মুক্তির পর সবচেয়ে কম সময়ে ‘জওয়ান’ই প্রথম হিন্দি ছবি য꧋া বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্লাবে নিজের নাম লিখিয়েছে। বলিপাড়া সূত্রে খবর, ‘জওয়ান’ তৈরির বাজেট ৩০০ কোটি টাকা।
আমুল সবসময়ই তার সৃজনশীল শিল্পের মাধ্যমে মানুষের প্রশংসা করে আসছে। এর আগে রজনীকান্তের ছবি ‘জেলর’-এর একটি বিশেষ পোস্টার শেয়ার করা হয়েছিল দুগ্ধজাত সংস্থা। যেখানে রজনীকান্তকে বসে থাকতে দেখা গিয়েছে। ব্রেডে মাখন☂ মাখাচ্ছেন তিনি। তামান্না পাশে বসে ব্রেড বাটার উপভোগ করছেন।