কানাঘুষোয় শোনা যাচ্ছে ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি প্রেম করছেন অনন্যা পান্ডে। যদিও অভিনেত্রী এখনও এই চর্চায় সিলমোহর দেননি। কি꧃ন্তু জল্পনার মাঝেই নিজের বিয়ের পরিকল্পনা জানিয়ে দিলেন তিনি। আগামী ৫ বছরের মধ্যেই তিনি সাতপাকে বাঁধা পড়তে চান।
কী জানালেন অনন্যা?
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেক💜ে উসকে যায় ওয়াকর ব্ল্যাঙ্কোর সঙ্গে অনন্যা পান্ডের সম্পর্কের চর্চা। এরপর ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা জানান যে তিনি আগামী ৫ বছরের মধ্যে বিয়ে করতে চান। অভিনেত্রীর কথায়, 'ব্যক্তিগত ভাবে ৫ বছরের মধ্যে আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। সঙ্গে একটা হাসিখুশি পরিবার, বাচ্চার প্ল্যানিং করছি এবং অনেক কুকুর থাকবে।'
আরও পড়ুন: 'আমরা যে সিনেমা করি তাতে ইཧন্ডাস্ট্রি চলবে না' বক্স অফিসে ব্লকবাস্টার হিট খাদান, তাও কেন এমন বললেন যিশু?
এদ༺িন কেরিয়ারের বিষয়ে অনন্যা আরও জানান, 'আমি সবার উপর নিজেকে দেখতে চাই। সবসময় প্রতিযোগিতা থাকে, কিন্তু তাও আমি আকার কাজে মন দিতে চাই এবং আরꦿও ভালো কাজ, অভিনয় করতে চাই।'
কিন্তু কেন ওয়াকরের সঙ্গে প্রেমের জল্পনা শুরু হয়েছে? বম্বে টাইমসের তরফে একটি রিপোর্টে জানানো হয় আম্বানিদের বিয়েতে অনন্যা ওয়াকরকে নিজের সঙ্গী হিসেবে আলাপ করান অনন্যা। তাঁদের রোম্যান্টিক গানে একসঙ্গে নাচতেও দেখা যায়। অন্যদিকে অনন্যার জন্মদিনে ওয়াকর লেখেন, 'শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুব স্পেশ্যাল। আমি তোমায় ভালোবাসি অ্যানি।' যদিও এখনও তাঁরা এই🥀 বিষয়ে খোলাখুলি🌃 ভাবে নিজেরা কিছু জানাননি।
অনন্যা পান্ডেকে এই বছর চাঁদ মেরা দিল ছড়িয়ে দেখা যাবে। সেখানে তাঁর সিং থাকবেন লক্ষ্য। এর আগে তাঁ🍰কে নেটফ্লিক্সে CTRL নামক একটি শোতে দেখা গিয়েছিল।