দিনটা ছিল ১১ সেপ্টেম্বর বুধবার, বহুতল থেকে ঝাঁপ দেওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় মালাইকা অরোরা বাবার। আচমকা এমন একটা খবর এখনও মেনে নিতে পারছে না অরোরা পরিবার। এরপর শুক্রবার সন্ধ্যায় মালাইকা অরোরার বাবা অনিল মেহতার স্মরণে একটা স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের পাশে দেখ꧅া মিলল আরবাজের। এছাড়াও ছিলেন মালাইকার কাছের বন্ধু কারিনা কাপুর, কারিশমা কাপুর সহ বেশ কয়েকজন সেলিব্রিটি।
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জোর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রার্থনা সভা শেষে বাবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন মালাইকা অরোরা। ভিডিﷺয়োতে দেখা যাচ্ছে। অফ-হোয়াইট পোশাক পরে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যান মালাইকা। সেসময় তাঁর সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাদনিস ও অভিনেত্রী অদিতি গোবিত্রিকর। দ্রুত গাড়িতে ওঠার সময় মালাইকা মুখ ছিল মাস্কে ঢাকা।
এদিন মালাইকার বোন অমৃতা অরোরাকেও তাঁর বাবার বাড়ি থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সদ্য 🔜প্রয়াত বাবার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। অমৃতার স্বামী শাকিল লাদাককেও তাঁর ছেলেকে নিয়ে গেট থেকে বের হতে দেখা যায় সময়। সেসময় শাকিলের পরনে ছ🐼িল সাদা শার্ট ও কালো ডেনিম। দেখা মেয়ে অরোরা পরিবারের পুরনো জামাই আরবাজ খানেরও।
এদিন অবশ্য দেখা মেলেনি, মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের। প্রসঙ্গত, বুধবার মৃত্যু হয়েছিল মালাইকার বাবার। সেদিন অবশ্য মালাইকার বাড়িতে হাজির ছিলেন অর্জুন। এসেছিলেন মালাইকার প্রাক্তন স্ব𓆉ামী আরবাজ খান এবং খান পরিবারের সমস্ত সদস্যরা। আসেন আরবাজের বাবা বাবা সেলিম খান ও মা সালমা খান, সৎ মা হেলেন, বোন আলভিরা ও অর্পিতা এবং ভাই ဣসোহেল খান ও সালমান খানকেও সমবেদনা জানাতে মালাইকার বাড়িতে যেতে দেখা গিয়েছিল।
মালাইকার বাবার শেষকৃত্য সম্পন্ন হয় 🍒মুম্বাইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে। সেদিন ছেলে আরহান খানকে নিয়ে শ্মশান কেন্দ্রে পৌঁছন মালাইকা।
প্রসঙ্গত, অনিল মেহতার মৃত্যুর কয়েক ঘণ্টা পর মালাইকা একটিা বিবৃতি জারি করেন। সেখানে লেখেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। তিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদু, একজন প্রেমময় স্বামীꦉ এবং আমাদের🉐 সেরা বন্ধু ছিলেন। আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত, এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আপনার বোঝাপড়া, সমর্থন এবং শ্রদ্ধার প্রশংসা করি। কৃতজ্ঞতার সঙ্গে জয়েস, মালাইকা, অমৃতা, শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, এএক্সএল, ডাফি ও বাডি।'