মহায়লয়ার পর ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়েছে। নবরাত্রি চলছে। এরই মাঝে নবরাত্রি সেলিব্রেশনের ক♍িছু ঝলক শেয়ার করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। অনুরাগীদের সঙ্গে নবরাত্রি উদযাপনের ঝলক শেয়ার করেছেন অঙ্কিতা। কন্যা পূজা, যেটা কিনা খানিকটা বাঙালিদের কুমারী পুজোর মতোই, এর মাধ্যমেই নবরাত্রি উদযাপন করলেন অঙ্কিতা। আর এই কন্যা পুজোর কিছু ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিয়োর ব্যকগ্রাউন্ড মিউজিক হিসাবে একটা ভক্তিমূলক গান বেছে নিয়েছেন অঙ্কিতা।
অঙ্কিতা লোখান্ডের নবরাত্রি
কন্যা পুজোর মাধ্যমে নবরাত্রি উদযাপনের ভিডিয়ো দিয়ে ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, 'নবরাত্রি সবেমাত্র শুরু হয়েছে! ছোটি ছোটি মাতা রানী কে সাথ ইয়ে দিন অউর খাস বন গয়া (এই ছোট্ট ছোট্ট দেবীদের সঙ্গে, আমাদের দি🍬নটি আরও বিশেষ হয়ে উঠল)।
অঙ্কিতার এই নবরাত্র🌌ি উদযাপনে তাঁর পাশে ছিলেন স্বামী ভিকি জৈন ও পরিবারের অন্যান্য সদস্যরাও। কন্যা পূজা করার একটি ঝলক শেয়ার করেছেন। অঙ্কিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ছোট ছোট শিশুকন্যার কাছ থেকে আশীর্বাদ চাইছেন। শিশুদের মেঝেতে লাইনে দিয়ে বসিয়ে তাঁদের পুরি ও অন্যান্য খাবার পরিবেশন 🐻করছেন। পুজোর সময়কালীন শিশুকন্যাদের এই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ নিয়েছেন অঙ্কিতা। যেখানে শিশুদের সঙ্গে কথোপকথন ছাড়াও, ভিকি ও অঙ্কিতাকে পুজোর নানান আচার ও রীতিনীতি পালন করতে দেখা যায়। শিশুদের হাতে একটা করে ১০ টাকার নোটও তুলে দিতে দেখা যায়।
আরও পড়ুন-🐈‘আমি আমার স্বামীর জীবনটাও কতটা হেল করে দি, সেটাও দেখতে পাবেন’ হঠাৎ কেন এমন বললেন ঋতাভরী?
কন্যাপুজো বা বাঙালিদের কুমারী পুজো কী?
প্রসঙ্গত, কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের কোনও রজঃস্বলা নয় এমন কোনও কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা༒ অন🍰ুষ্ঠিত হয়। মূলত ব্রাহ্মণ কন্যা, কোনও কোনও ক্ষেত্র অন্য গোত্রের কন্যারও কুমারী পুজোর অংশ করা হয়। নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর এটা একটা রীতি। ১৯০১ সালে বেলুরমঠে ৯জন কুমারী মেয়ের পুজো করেছিলেন খোদ স্বামী বিবেকানন্দ। সেই রীতি এখনও বেলুরমঠে পালিত হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই রীতি পালন করা হয়ে থাকে।
আর অবা✤ঙালিরা কন্যা পুজো হিসাবে অনধিক ষোলো বছরের কোনও রজঃস্বলা নয় এমন শিশুকন্যাদের দেবী রূপে পুজো করে থাকেনℱ। তাঁদের খাওয়ানো, তাঁদের পোশাক, টাকা বিতরণও এই পুজোর রীতির মধ্যে রয়েছে।
নবরাত্রি
নবরাত্রি, যারসংস্কৃত অর্থ ‘নয় রাত’। এই ৯দিন দেবী দুর্গা এবং তাঁꦿর নয় অবতারের উপাসনার জন্য উৎসর্গীকৃত, যা নবদুর্গা নামে পরিচিত। প্রতিটি দেবী নির্দিষ্ট নৈবেদ্যের সঙ্গে যুক্ত যার আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। হিন্দুরা সারা বছর ধরে চারটি নবরাত্রি পালন করে থাকেন। তবে এর মধ্যে দুটি নবরাত্রিই উদযাপিত হতে দেখা যায়। যেদুটি হল ♔- চৈত্র নবরাত্রি এবং শারদিয়া নবরাত্রি।
গোটা দেশে নবরাত্রি বিভিন্ন ভাবে উদযাপিত হয়। উত্তর ভারতে, বিশেষত উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশে, রামলীলা, রাম𝓡ায়ণের দৃশ্যগুলির নাটকীয় পুনর্নির্মাণের আয়োজন করা হয়। রাজা রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হয়। যা দশেরা আ𝓰বার বাঙালিদের বিজয়াদশমী হিসাবেও পরিচিত।