আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই একসঙ্গে ধরা দেবেন অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। কিন্তু সে তো ছোট পর্দায়। ড্যান্স বাং𒆙লা ড্যান্স শুরু হওয়ার আগে জানা গেল, শীঘ্রই দর্শকরা এই তারকা জুটিকে বড় পর্দাতেও দেখতে চলেছেন। কোন ছবির জন্য জুটি বাঁধছেন অঙ্কুশ এবং যিশু?
কী জানা গেল?
২০২৪ সালে যিশু সেনগুপ্ত দে🐬বের সঙ্গে জুটি বেঁধেছিলেন। উপহার দিয়েছেন খাদানের মতো ব্লকবাস্টার হিট। তাঁদের রসায়ন, অভিনয়, অ্যাকশন সবই নজর কেড়েছিল দর্শকদের। এবার জানা গেল যিশু সেনগুপ্ত হাত মেলাতে চলেছেন অঙ্কুশ হাজরার সঙ্গে। তাঁদের একসঙ্গে দেখা যাবে মির্জা ২ ছবিটিতে।
২০২৪ সালে মুক্তি পেয়েছিল মির্জা। সেখানেই শেষ দৃশ্যে কয়েক সেকেন্ডের জন্য দেখা মিলেছিল যিশু সেনগুপ্তর। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে সিক্যুয়েল আসতে পারে, আর সেখানে দেখা মিলবে যিশু সেনগুপ্তর। এবার জানা গেল সেই ♓জল্পনা সত্যিই। প্রসঙ্গত বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছিল অঙ্কুশ প্রযোজিত, অভিনীত এই ছবি।
মির্জা ২ প্রসঙ্গে এই সময়কে অঙ্কুশ হাজরা জানিয়েছেন, এটা বাংলার সব থেকে বড় ছবি হতে চলেছে। তিনি স্বীকার করেছেন যে যিশু সেনগুপ্ত থাকছেন তাঁর সঙ্গে এই ছবিতে। এ🃏কই সঙ্গে অভিনেতা জানিয়েছেন, 'মুম্বইয়ে একটি বড় টিম এই ছবির গল্প নিয়ে কাজ করছে।'
মির্জা ছবিতে অঙ্কুশ 𒊎ছাড়াও ছিলেন ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রমুখ। দ্বিতীয় ভাগে কী কী বদল আসে সেটার দিকে নজর থাকবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এবারের ড্যান্স বাংলা ড্যান্সে বিচারকের আসনে থাকছেন অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। তাঁদের সঙ্গে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়। মহাগুরু হিসেবে মিঠুন চক্রবর্তী তো থাকবেনই। তবে এতদিন এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অঙ্কুশ, এবার কে সেই দায়িত্ব পালন করে স♎েই দিকে নজর থাকবে। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে এই রিয়েলিটি শো। প্রতি শনি এবং রবিবার করে রাত সাড়ে নয়টা থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে।