আর কিছুদিনের অপেক্ষা। তারপরই📖 স্ট্রিমিং শুরু হবে খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজের। আর এখানেই প্রথমবারের জন্য স্ক্রিন ভাগ করতে দেখা যাবে বাংলার দুই সুপারস্টার জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তার আগে আবেগঘন বার্তায় কী লিখলেন অঙ্কুশ হাজরা?
আরও পড়ুন: শ♉াহরুখের ছবির জন্য মুম্বইয়ে 🔴স্থগিত শত শত বিয়ে! কী ঘটালেন কিং খান?
আরও পড়ুন: ১৮ কোটি টাকায় কুমারীত্ব নিলাম!ꦑ কোন হলিউড তারকা কিনলেন এই কলেজ ছাত্রীর ভার্জিনিটি?
কী ঘটেছে?
এদিন অঙ্কুশ হাজরা খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজের ট্রেলার থেকে দুটো ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এক জায়গায় দেখা যাচ্ছে পুলিশের বেশে হাঁটছেন জিৎ। আরেক জায়গায় নেতার বেশে বক্তৃতা দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবি দুটো পোস্♒ট করে নস্টালজিয়ায় ডুব দেন অঙ্কুশ। স্কুল জীবনের স্মৃতি হাতড়ে লেখেন, 'স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা ডিভিডির দোকান থেকে এই দুটি মানুষের সিনেমা কিনে এনে দেখতাম । আজ সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে এঁদের এক সঙ্গে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি । আমার দুই আইডল, আমার সবছেকে পছন্দের দুই দাদা জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক ফ্রেমে, অনেক শুভেচ্ছা রইল খাকির জন্য।'
এই বিষয়ে বলে রাখা ভালো, অঙ্কুশ হাজরা ২꧒০১০ সালে কেল্লাফতে ছবির হাত ধরে টলিউডে পা রাখেন।♚ জিৎ, প্রসেনজিৎ যখন ২০০০ এর গোড়ার দিকে টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তখন অঙ্কুশ স্কুল পড়ুয়া। সেই সময়ের কথাই এদিন তাঁর লেখায় ধরা পড়েছে।
খাকি বেঙ্গল চ্যাপ্টার প্রসঙ্গে
আগামী ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ। নীরজ পান্ডে পরিচালিত সিরিজে একাধিক বাংলা অভিনেতা আছেন। জিৎ ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত🦩 চট্টোপাধ্যায়, প্রমুখ। রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
আরও পড়ুন: কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব 🐷আর সামলাবেন না বিগ বি! কে অমিতাভের জায়গা নিতে চলেছেন?
অঙ্কুশ হাজরার কাজ
অঙ্কুশ হাজরাকে রক্তবীজ ২ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি মু𓆉খ্য খলনায়ক হিসেবে ধরা দেবেন। তাঁর বিপরীতে থাকবেন কৌশানি মুখোপাধ্যায়। এছাড়া তাঁর হাতে রয়েছে নারী চরিত্র বেজায় জটিল। সদ্যই নারী দিবসের দিন সেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ঐন্দ্রিলা সেনকে আবারও সেই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবꦓে। একই সঙ্গে সদ্যই তিনি আভাস দিয়েছেন যে মির্জা ২ আসতে চলেছে।