গত কয়েক মাস ধরে অনুপম রায়ের ব্যক্তিগত জীবন থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গায়কের প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়ে ঘিরে সোশ্যালে ট্রেন্ডিং থেকেছেন অনপুম, ফের দুম করে নিজেই তৃতীয় বিয়ের কথা জানান। গত মাসেই প্রশ্মিতার সঙ্গে ঘর বেঁধেছেন অনুপম রায়। আরও পড়ুন-প্রেম নিয়ে লুকোছাপা অতীত! জনꦚ্মদিনে রোহনের সঙ্গে সম্পর্ককে নাম দিলেন অঙ্গনা
বিয়ের পর্ব মিটতেই নতুন বউ ফেলে বাংলাদেশে ছুটেছিলেন অনুপম রায়। কেন অনুপমের সেই ঝটিকা সফর তা বিশেষ জানা যায়নি। তবে এবার সামনে এল🍃 মন ভালো করা খবর। ওপার বাংলার অন💜ুপম ভক্তদের জন্য তো ধামাকা হতে চলেছে এই ইদে। নতুন ভূমিকায় অনুপম রায়।
ওপার বাংলার নাটকে এবার শোনা যাবে অনুপমের গান। এই প্রথম বা🍬ংলাদেশের কোনও জন্য নাটকে গান করতে চলেছেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গায়ক। এর আগে📖 ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন অনুপম। সেদেশের নিয়মিত অনুষ্ঠান করেন গায়ক। তবে ছবিতে গান গাওয়া আর হয়ে ওঠেনি। তবে অভিনেতা নিলয় আলমগীরের ইদ স্পেশ্যাল নাটক ‘আদরে থেকো’-তে কাজ করলেন অনুপম, এই নাটকটি পরিচালনা করছেন মোহন আহমেদ।‘চোরাবালি’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন মোহন।
পরিচালকের কথায়, ‘শ্যুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে আমি অনুপম রায়ের গান শুনি। আমি অনুপমের গানের ভক্ত। ক💯থায় কথায় বললাম, এটা অনুপম রায়ের মতো গান। তখন প্রযোজক-অভিনেতা নিলয় ভাই বললেন, অনুপমকে দিয়েই গান করানো যায় কি না।🎐' ব্যাস, যেমন ভাবনা তেমনি কাজ।
মিউজিক ডিরেক্টর অমিত চট্টোপাধ্যায়ের মাধ্যমে অনুপমের সঙ্গে যোগাযোগ করেন মোহন। অনুপম জানিয়েছিলেন গানের কথা পছন্দ হলে গাইতে আপত্তি নেই তারঁ। ডেমো পাঠানোর অনুরোধ করেছিলেন গায়ক। যা দেখে রাজি হয়ে যান গায়ক। মোহনের কথায়, ওই গানটি অনুপমের ⭕জন্যই লেখা।
অনুপম জানিয়েছেন, ‘আদরে থেকো’ নাটকের জন্য যে গানটি তিনি গেয়েছেন সেটা অন্যরকম একটা গান। ওই গানটির শিরোনাম ‘আদরে থেকো’। গানটির কথা লিখেছেন কলকাতার প্রীতম এবং সুর করেছেন অমিত চট্টোপাধ্যায়। অনুপম বলেন, 'নাটকের এই গানের কথাগুলো আম♋ার ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।'
‘আদরে থেকো’র টাইটেল ট্র্যাক গেয়েছে অনুপম। সুর করেছেন অমিত চট্টোপাধ্যায়, লিখেছেন প্রীতম। অনুপম জানিয়েছেন, 'না꧙টকের এই গানের কথাগুলো আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।'
নিলয় আলমꦕগীর ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। মোহন আহমেদ জানান, এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।