সাম্প্রতিকালে টলিপাড়ায় দুটো বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে, এক নম্বর কাঞ্চন-শ্রীময়ী। অন্যটা অনুপম-প্রশ্মিতার। অভিনেতা এবং গায়ক দুজনেরই তিন নম্বর বিয়ে এটি। শ্রীময়ীকে নিয়ে এখনও মধুচন্দ্রিমায় যাননি কাঞ্চন। তবে কাজ সামলে নতুন বউকে নিয়ে হানিমুনে অনুপম। আরও পড়ুন-ওরাল সেক্সের দৃশ্য এক🦄 টেকে! হীরামান্ডির সেটে ৬১ বছরের শেখরের কীর্তিতে হয়রান সকলে
গত ২রা মার্চ চারহাত এক হয়েছে অনুপম-প্রশ্মিতার। সাদামাটা আয়োজনেই বিয়ে সেরেছেন তাঁরা। আত্মীয়-পরিজন এবং কাছের মান🎐ুষদের আগলে বিয়েটা সেরেছেন দুজনে। বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছিলেন অনুপম-প্রশ্মিতা। অবশেষে খোলসা হল সবকিছু।
প্রশ্মিতার হাত ধরে তুরস্কে ঘুরতে✨ গিয়েছেন অনুপম। পোশাকে রং মিলান্তি। বউকে বাহুডোরে আগলে রোম্যান্টিক ছবি দিলেন গায়ক। অনুপমের পরনে হলুদ টিশার্ট আর ডেনিম, প্রশ্মিতাও সূর্যমুখীর মতো উজ্জ্বল হলুদ স্কার্ট আর কালো টপে। তুরস্কের মধ্য আনাতোলিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল ক্যাপাডোসিয়া বা কাপ্পাডোসিয়ার নৈগর্সিক সৌন্দর্যের ঝলক ইনস্টায় শেয়ার করেছেন অনুপম। ক্যাপশনে বেশি শব্দ খরচ করেননি, শুধু লেখেন- 'এ টার্কি হলিডে'। পিয়াকে নিয়ে হানিমুনে আয়ারল্যান্ডে উড়ে গিয়েছিলেন পরমব্রত, অনুপম অবশ্য ইউরোপ নয়. এশিয়ার দেশেই গেলেন ঘুরতে।
কাপ্পাডোসিয়ার পাথুরে টিলার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ নবদমܫ্পতির। অনুপমের ছবির ক𒆙মেন্টে ভালোবাার চিহ্ন এঁকেছেন অভিনেত্রী ইশা সাহা। ফ্যানেরাও ভালোবাসায় মুড়ে দিয়েছেন দুজনকে।
বিয়ের পর বউকে একা ফেলে কখনও অনুপম কাজের তাগিদে ছুটেছেন বাংলাদেশ, আবার কখনও কাছের মানুষের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একℱাই জয়পুর ছুটেছেন প্রশ্মিতা। এই প্রথম একসঙ্গে বেড়ুবেড়ু করতে গেলেন তাঁরা। বিয়ের পর থেকেই কাজ নিয়ে ব্যস্ত অনুপম, আলাপের প্রচার সামলানোর পাশাপাশি মুম্বইতে গিয়ে শিল্পা রাওয়ের সঙ্গে গান রেকর্ড করেছেন ম্যাডাম সেনগুপ্ত ছবির জন্য। পাশাপাশি গানের শো-তে রয়েইছে।
প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনুপম বহু বছর আগে। সেই স্ত্রীর প♏রিচয় তিনি কখনোই সামনে আনেননি। এরপর দ্বিতীয় বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। তবে অনুপম-পিয়া ডিভোর্সের ঘোষণা করেন ২০২১ সালে। তারপর ২০২৩-এর⛄ নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। সেই বিয়ের তিন মাসের মাথাতেই প্রশ্মিতায় ঘর বাঁধেন অনুপম। এটা গায়িকারও দ্বিতীয় বিয়ে।
এর আগে চিকিৎসক শৌনককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা, তবে টেকেনি ভালোব🌌াসার সেই বিয়ে। সহকর্মী হিসাবে পরস্পরকে দীর্ঘদিন ধরেই চেনেন অনুপম-প্রশ্মিতা। তবে প্রেমের শুরুয়া🧸ত বছর দেড়েক আগে।