রূপকথার চিত্রনাট্য! ৫ই নভেম্বর ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি। আর জন্মদিনেই কেরিয়ারের ৪৯তম একদিবসীয় শতরান হাঁকালেন কিং কোহলি। রবিবার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। প্রোটিয়া শিবিরকে কার্যܫত দুরমুশ করে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। বিরাটের ব্যাটে ভর করেই এদিন ৩০০-র গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া।
বিয়ের পর থেকে কমবেশি সবসময়ই বিরাটের চিয়ারলিডার হিসাবে মাঠে দেখা যায় অনুষ্কাকে। যদিও এদিন ক্রিকেটের নন্দনকাননে গরহাজির অনুষ্কা। তবে বরের খেলা টিꦗভির পর্দায় পুরোদস্তুর উপভোগ করেছেন তিনি, তার প্রমাণ দিলেন। বিরাটের শতরানের ক্যামেরাবন্দি সাদা-কালো দৃশ্য ইনস্টা স্টোরিতে পোস্ট করে ভামিকার মায়ের মন্তব্য, ‘নিজের জন্মদিনেই নিজেকে সেরা উপহার দিলে।’ সকল শুভেচ্ছা বার্তার ভিড়েও এটাই বোধহয় বিরাটের জন্য সেরা মেসেজ।
কিন্তু স্বামীর এমন গুরুত্বপূর্ণ দিনে কেন পাশে নেই অনুষ্কা? কানায় কানায় ভর্তি ইডেনে বারবার তাঁকেই যেন খুঁজছিল সকলে। সেঞ্চুরি করার পর সবসময় গ্যালারির দিকেই নজর যায় বিরাটের, কিন্তু এদিন তেমনটা ঘটল না! একে বিশ্বকাপ, তারপর বিরাটের জনౠ্মদিন। এত গুরুত্বপূর্ণ দিনে কেন মাঠে নেই অনুষ্কা?
আসলে গত কয়েক মাস ধর✨েই অনুষ্কার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছে জল্পনা। ভামিকা এখনও তিন পূর্ণ করেনি। তার মধ্যেই অনুষ্কার দ্বিতীয়বার মা হতে চলার গুঞ্জন নিয়ে সরগরম বলিপাড়া। আনুষ্ঠানিকভাবে সুখবর’-এর ঘোষণা করেননি বিরুষ্কা, তবে এদিন মাঠে নায়িকার অনুপস্থিতি যেন তাঁর প্রেগন্যান্সি জল্পনায় ঘি ঢাল💙ল।
এদিন ১১৯ বলে ১০০♌ রান করেন বিরাট। কলকাতার মাটিতেই মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের নজির স্পর্শ করলেন ‘চিকু’। বিরাটের এই রাজকী🌳য় মাইলস্টোনের সাক্ষী থাকল বাংলা। বিশ্বকাপ ধারাবাহিকভাবে ভালো খেলছেন কোহলি, এদিন বিরাটের শতরানের প্রত্যাশা করেছিল ইডেন, নিরাশ করলেন না তিনি। যেন এই উপহার প্রতীক্ষিতই ছিল।
রবিবার বেলা গড়াতেই ইনস্টাগ্রামে স্বামীর উদ্দেশে অভিনব জন্মদিনের শুভেচ্ছা জানান অনুষ্কা। বরের জন্মদিনে তিনটি ছবি শেয়ার করেছিলেন অনুষ্কা। যার প্রথমটি একটি সংবাদ আর্টিকেলের স্ক্রജিনশট। অপর দুটির একটিতে বিরাটের অদ্ভূত অঙ্গভঙ্গির ফ্রেমবন্দি মুহূর্ত, অন্যটিতে প্রেমের দৃশ্য।
অনুষ্কার শেয়ার করা ওই টুকরো সংবাদে বিরাটের একটি বিরল রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে। কী সেই রেকর্ড? বিরাট একমাত্র ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে কোনও বল না করেই উইকেট নিয়েছিলেন! আসলে বিরাটের ওয়াইড বলে কেভিন পিটারসনকে স্টাম্প আউট করেছিলেন ধোনি। ঘটনা ২০১১ সালের। সেই কথা স্মরণ করেই অনুষ্কা জানান,'ও সত্যিই জীবনের প্রত্যেকটা ভূমিকায় আলাদা! কিন্তু কোনও না কোনও ভাবে নিজের 🦹গর্বের মুকুটে নতুন পালক যোগ করে যেতে থাকে। এই জীবন আর তার পর, শেষের পরেও তোমাকেই ভালোবাসি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত কিছু দিয়ে।' জন্মদিনে শতরান করে অনুষ্কার এই কথাগুলোকেই যেন সত্য়ি প্রমাণ করলে বিরাট।