কোজাগরী লক্ষ্মী পুজোয় যে সব তারকারার বাড়ির পুজো নজরকাড়ে তাঁদের মধ্যে অন্যতম হলেন অপরাজিতা আঢ্য। প্রতিবছর জাঁকজমক করে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর উদযাপন করেন তিনি। এ💖বারও লক্ষ্মী আরাধনায় মাতলেন অভিনেত্রী, তবে জাঁকজমকটা বাদ। সকাল থেকেই চলছে প্রস্তুতি। নানা রকম ভোগ রান্না থেকে নিজের হাতে নতুন পোশাক ও গꦯয়নায় পরিয়ে দেবীকে সাজানো সবটাই করেছেন তিনি।
প্রতিবছরই অপরাজিতা নিজে হাতের বাড়ির মাকে সাজিয়ে দেন। এবারও তার ব্যতিক্রম নয়। সমাজ মাধ্যমের পাতায় দেবীকে সাজানোর একটি ভিডিয়ো নিজেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিয়োয় দেখা গিয়েছে, নতুন লাল পাড় সাদা শাড়ি, মাথায় ঝলমলে মুকুট, নানা রকমের সোনার অলংকার আর লাল ভেল দিয়ে সুন্দর 🥀করে তিনি সাজিয়েছেন প্রতিমাকে। কপালে এঁকে দিয়েছেন লাল টিপ আর চন্দন। তারপর শ্রদ্ধায়, ভালোবাসায় বিগ্রকে জড়িয়ে ধরে চুম্বন করেছেন। ঠিক যেন বাড়ির ছোট্ট মেয়েকে সাজিয়ে মমতায় বুকে আগলে ধরছেন তিনি। প্রতিবছরই এত ভালোবাসা, যত্ন নিয়েই অভিনেত্রী দেবীকে সাজান।
আরও পড়ুন: 'ফ্যামিলি ম্যান'কে টক𓆏্কর দিল সামান্থা, বরুণ! বছর শেষে ডিকে-রাজের বড় চমক 'সিটাডেল' ট্রেলারে
পাশাপাশি নিজেও শাড়ি, বড় টিপ, ভারী গয়না আর টানা নথে সেজে ওঠেন। তবে এখনও তিনি মা লক্ষ্মীকে সাজাতেই ব্যস্ত। তাই তাঁর পরনে ছিল লাল❀ কালো প্রিন্টের সাদা শাড়ি, আর কপালে বড় টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। গায়ে নিত্য দিনের সাধারণ গয়না। আসলে আগে দেবীকে না সাজিয়ে তিনি সাজেন না। মায়ের সাজ হলেই তবেই সাবেক🅘ি সাজে সেজে ওঠেন অপরাজিতা।
আলপনা দেওয়া থেকে অতিথি আপ্যায়ন সবটাই তিনি একা সামাল দেন, পাশে থাকেন শাশুড়ি মা। বহু জনপ্রিয় তারকা, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী থেকে তাঁর🦂 পাড়ার ও পরিবারের সকলেই আমন্ত্রিত থাকেন অভিনেত্রীর বাড়ির পুজোয়। কিন্তু এবার আর তিনি সেই চেনা ছন💧্দে মাতবেন না লক্ষ্মী আরাধনায়। পুজো তিনি করবেন কিন্তু তা হবে সমস্ত আড়ম্বর বিহীন। বিজয়ার পর নিজেই সমাজ মাধ্যমের পাতায় বিবৃতি দিয়ে সেই কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: অপরাজিতার পর লক্ষ্মী পুজো নিয়🃏ে কী বললেন দেবলীনা? কেমন হবে এবার উত্তম কুমারের বাড়ির পু♍জো
অপরাজিতা সমাজ মাধ্যমের পাতায় লিখেছিলেন, 'এমন এক সময়ের সম𓃲্মুখীন আমরা যখন আমাদের ঘরের লক্ষ্মཧীরা দেবীপক্ষের অনেক আগে থেকেই আত্মপক্ষের লড়াই বুকে বেঁধেছে, প্রতি রাতে রাজপথে রাজপথে প্রশ্ন চিহ্ন রেখেছে, ‘কার চেতনা জাগ্রত? কে আছো এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে?’
তারপরই অভিনেত্রী জানান অন্যান্য বছরের মতো এবছর আর লক্ষ্মী পুজোর উদযাপনে সকলকে সঙ্গে নিতে পারবেন না তিনি। অপরাজিতা লেখেন, ‘সবাই সকলেই জানেন, বিশেষত আমার মিডিয়া বন্ধুরা খুব ভালো করেই জানেন যে কোজাগরী পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না। যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্ম🦩ী দেবীর পুজো উদযাপন খানিকটা নিরর্থক। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম।'