সদ্যই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন আরবাজ খান। বিয়ে করেছেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে। তারপরই ছেলে এবং তাঁর বন্ধুদের সম্পর্ক নিয়ে একটি বিশেষ টিপস দিলেন অভিনেতা প্রযোজক। কী বললেন সে🦩༺খানে আরবাজ?
ছেলেকে বিশেষ পরামর্শ আরবাজ খানের
আরবাজ খানের ছেলের আরহান খান শীঘ্রই বিনোদন জগতে পা রাখতে চলেছেন। না, সিনেমা, সিরিয়ালে বা পর্দার পিছনে নয়। তিনি ডেবিউ করছেন পডকাস্ট শোতে। তিনি তাঁর দুই বন্ধু আরুশ ভার্মা এবং দেব রাইয়ানির সঙ্গে মিলে নতুন একটি পডকাস্ট শো শুরু করতে চলেছেন যার নাম ডাম্ব বিরিয়ানি। ১১ এপ্রিল থেকে সম্💎প্রচার শুরু হবে এই শোয়ের। এই শোয়ে💮র প্রথম এপিসোডে অতিথি হয়ে আসবেন আরবাজ খান এবং সোহেল খান। সেই পর্বের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: ইদের ꩲসকাল সকাল ইদি পাঠালেন ভাইজান, এবার বড় পর্দায় ‘সিকান্দর’ হয়ে অ্যাকশনে ভিড়বেন সলমন
আরও পড়ুন: কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের𝄹 ম🦩ুন্নি! ইদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন হর্ষালি?
এই প্রোমো ভিডিয়োতে লেখা হয়েছে 'খান ভাইদের সঙ্গে ছেলেদের মোলাকাত। এপিসোড ১। সোহেল খান এবং আরবাজ খান আসছে এই বৃহস্পতিবার, 🌼১১ এপ্রিল।' আর সেই ভিডিয়োর শুরুতে সোহেলকে জিজ্ঞেস করা হয়েছে, 'আপনার ঘরকে বারমুডা ট্রায়াঙ্গল কেন বলা হয়?' উত্তরে সোহেল বলেন, 'আমি গিয়ে আলমারিতে লুকিয়ে পড়তাম।'
এরপরই আরহানের বন্ধু দেব বলেন যে আমি সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হয়ে পড়ছি। ইমোশন ন෴াকি মস্তিষ্ক কোনটাকে গুরুত্ব দেব? উত্তরে আরবাজ বলেন, 'সেক্সকে🀅ই বেছে নেবে সবসময়।' এই কথার উত্তরে মালাইকাকে হাসতে দেখা যায় কমেন্টে।
আরও পড়ুন: বইয়ের পাতা থেকে সোজা পর্দায়! আবিরের হাত ধরে পাহাড়ে প🍌াড়ি 'বাবলি' শুভশ্রীর! প্রকাশ্যে পোস্টার
আরও পড়ুন: ডন হয়ꦆে আত্মপ্রকাশ রণবীরের? বরের 'তা' দেওয♋়া পেল্লাই গোঁফ দেখে একি কাণ্ড করে বসলেন দীপিকা!
প্রসঙ্গ𝔉ত তাঁদের এই পডকাস্ট শো ইউটিউবে শোনা যাবে। ছয়টা পর্ব থাকবে এই পডকাস্ট শোতে। এখানে বিশেষ অতিথি হিসেবে আরবাজ, সোহেল ছাড়াও থাকবেন সলমন খান, মালাইকা আরোরা, মহদীপ কাপুর, আশীষ চঞ্চালানি, প্রমুখ।