করোনা মহামারীর জেরে বিপর্যস্ত গোটা দেশ। স্বাস্🌺থ্য পরিকাঠামো নিয়ে নানা অভাব অভিযোগ রয়েছে। এবার গ্রামগঞ্জের হাসপ☂াতালগুলির কথা মাথায় রেখে এগিয়ে এলেন গায়ক অরিজিৎ সিং। গ্রামের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নয়নে নয়া উদ্যোগ নিলেন গায়ক।
গিভইন্ডিয়ার সহযোগে এক অনলাইন কনসার্টের আয়োজন করেছেন গায়ক। কনসার্টꦬ থেকে উঠে আসা সম্পূর্ণ অর্থের অনুদান করবেন গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের সাহায্যে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন তিনি। তাই সাধ্য মতো অর্থ দান করে অন🍌ুরাগীদের সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছেন গায়ক। আগামী রবিবার অর্থাৎ ৬ জুন রাত ৮টায় অরিজিতের ফেসবুক পাতায় দেখা যাবে সেই অনুষ্ঠান।
সপ্তাহখানেক আগে প্🗹রয়াত হয়েছেন অরিজিতের মা অদিতি সিং। করোনামুক্ত হয়ে যাওয়ার পরও ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় গায়কের মায়ের। এরপরই নিজের এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন অরিজিৎ। ফের এক উদ্য়োগ নিতে দেখা গেল অরিজিৎকে।