অরিজিৎ সিং-এর গাওয়া পাসুরি-র রিমেক সেভাবে ভক্তমনে๊ সাড়া ফেলতে পারেনি। বরং গায়কের অনুরাগীরা বেশ হতাশই হয়ছেন সে গান শুনে। পাকিস্তানি হিট পসুরির পুনর্নির্মাণ নিয়ে এখন আলোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের ঠেকে। তবে নানা দিক থেকে সমালোচনার ঝড় আসতেই মুখ খুললেন জিয়꧙াগঞ্জের ছেলে। কেন তিনি এই গানটি গাওয়ার জন্য রাজি হয়েছিলেন তা জানা গেল অবশেষে।
অরিজিতের আনভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একগুচ্ছ টুইট এবং স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। যেখানে তিনি জানিয়েছেন, একটি ‘মহৎ উদ্দেশ্য’কে সমর্থন করার জন্য টি-সিরিজের প্রযোজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। টুইটারে এই অ্যাকাউন্টকে ট্যাগ করে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি চুক্তিতে স্বাক্ষর করেছেন? জবাবে গায়ক লে🐲খেন, ‘এই গান থেকে পাওয়া টাকা সুবিধাবঞ্চিতদের জন্য একটি স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেꦓন নির্মাতা আমাকে। যা খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম একটু নয় গালি খেয়েই নি।’
'প্রপাগান্ডা' নিয়েও কথা বলেছেন অরিজিৎ। ‘সঙ্গীতপ্রেমী হিসেবে মানুষ কখনও চান 𓄧না একজন শিল্পীকে নীচে নামিয়ে আনতে। বুঝুন এই সব প্রোপাগান্ডা। বরং ইন্ডাস্ট্রি ꦦতাদের সুবিধা অনুযায়ী একজন শিল্পী তৈরি করে এবং ভাঙে। আমরা লড়াই করি কারণ ওরা এচাই চায়।’, বলেন তিনি।
এক ব্যক্তি আবার অরিজিতকে সান্ত্বনা দিয়ে লেখেন, ‘আমি জানি আপনি পসুরি নু গানের প্রতিক্রিয়ায় কষ্ট পেয়েছেন। আপনি রিমেক গান গাওয়ার জন্য নিজেকে দোষী ভাববেন না। লোকেরা তুলনা করতে ভালোবাসে। তবে বিশ্বাস করুন গানটির অন্য অর্থ রয়েছে এবং এটিꦛ সত্যিই খুব ভালো।’ জবাবে অরিজিৎ লিখলেন, ‘না না, আমি সবসময়ই জানতাম এর প্রতিক্রিয়া এরকমই হবে। এবং আমি মোটেও দুঃখিত নই।’
সোমবার সকালে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার ‘পসুরি নু’ গানটি প্রকাশ্যে আসে। নতুন সংস্করণটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে চারিদিকে। অ♊রিজিতের সঙ্গে থাকা নারী কণ্ঠটি তুলসী কুমারের। প্রসঙ্গত, ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা গান ছিল ‘পসুরি’, যা গেয়েছিলেন আলি শেঠি ও শাই গিল।
সত্য প্রেম কি কথা মুক্তি পাবে ২৯ জুন। কিয়ারা আর কার্তিকের জুটির দ্বিতীয় ছবি হতে চলেছে এটি। এর আগে ভুল ভুলাইয়া ২-তে দেখা গিয়েছে তাঁদের। এর আগে ছবিটির না🌳ম রাখা হয়েছিল সত্যনারায়ণ কি কথা। তবে পরে অনেকেই দাবি করতে থাকেন এতে আঘাত আসবে হিন্দু ভাবাবেগে। সত্যনারায়ণ আসলে ভগবান বিষ্ণুর অপর নাম। অনেক বিরোধের পর নাম বদল করে রাখা হয় ‘সত্যপ্রেম কি কথা’।