বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়কদের তালিকায় একদম উপরে আসবে অরিজিৎ সিং-এর নাম। তাঁর গান নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী উত্তাল। এহেন শিল্পী যদি কোনও লাইভ কনসার্ট করেন, তা দেখতে যাওয়ার জন্যও হ༒ুড়োহুড়ি পড়ে যাবে— সেটাই স্বাভাবিক। অরিজিতের কলকাতা কনসার্ট ঘিরে তুমুল উন্মাদনার সাক্ষী থেকেছে তিলোত্তমাবাসী। ফের একবার নিজের রাজ্য়ে পারফর্ম করতে চলেছেন অরিজিৎ, কলকাতার পর এবার উত্তরবঙ্গে শোনা যাবে অরিজিতের সুরের মূর্ছনা।
অরিজিতের কলকাতা কনসার্ট নিয়ে যেমন মাতামাতি কম হয়নি, তেমনই শুরুর দিকে এই কনসার্টের ভেনু নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। এইবারও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেও কনসার্টের অনুমতি নিয়ে জলঘোলা হওয়া শুরু হয়েছিল। শুরুতে ১লা এপ্রিল কনসার্টের তাౠরিখ নির্দিষ্ট থাকলেও তা পিছিয়ে যায় ৪ঠা এপ্রিল পর্যন্ত। তবে এবার জানা গেল অরিজিৎ-এর কনসার্টের অনুমতি মেলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিলিগুড়ি পুরনিগম ইতিমধ্যেই ৪ঠা এপ্রিলের কনসার্টে সবুজ সংকেত দিয়েছে। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই শুরু হবে কনসার্ট। পুরসভার পাশাপাশি পুলিশের অনুমতি চিঠিও হাতে এসেছে আয়োজকদের। সব মিলিয়ে অরিজিৎ-এর কনসার্টের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিকদের জানান, ৪ঠা এপ্রিল অরিজিৎ সিং আসছে। এব্যাপারে আয়োজকদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। দু-দিন আগে থে♉কেই অনলাইনে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কলকাতা কনসার্টের মতোই অরিজিৎ-এর শিলিগুড়ি কনসার্টের চাহিদা এবং টিকিটের দাম দুটোই আকাশছোঁয়া। সর্বনিম্ন টিকিটের মূল্য ১৯৯৯ টাকা। এই টিকিট কাটলে বসার কোনও ব্যবস্থা নেই, দূরে দাঁড়িয়েই শুনতে হবে অরিজিতের গান। এরপর ধাপে ধাপে বাড়বে টিকিরের মূল্য। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড ও প্ল্য়াটিনাম— পাঁচটি জোনে ভাগ করা হয়েছে দর্শকাসন। সর্বোচ্চ টিকিট (প্ল্যাটিনাম)-এর দাম ৬০,০০০ টাকা। মাঝে ৩৯৯৯, ৬৪৯৯ এবং ৯৯০০ টাকার টিকিট রয়েছে। আয়োজকদের দাবি অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের🅠 গ্যালারিগুলির অবস্থা ভাঙাচোরা। সেই কারণে গ্যালারিতে লোক বসার অনুমতি পুরসভার তরফে মেলেনি। মাঠের মধ্যে দাঁড়িয়ে ও চেয়ারে বসে কনসার্ট দেখা যাবে। আয়োজকদের অন্যতম দেবাংশু পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুরসভা ও শিলিগুড়ি পুলিশের তরফে সবরকম সহযোগিতা পাচ্ছি। কনসার্টের দিন পুলিশি নিরা🍬পত্তা থাকবে। এছাড়া বেসরকারি নিরাপত্তারক্ষী ও বাউন্সাররাও থাকবেন। মেয়র গৌতম দেবের সঙ্গেও আলোচনা হয়েছে। উনি পাশে রয়েছেন। তবে গ্যালারি না মেলায় প্রায় ১০ হাজার দর্শক কমাতে হয়েছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি’।
অরিজিৎ-এর কলকাতা কনসার্টের আয়োজন ঘিরে বেশকিছু অব্যবস্থার অভিযোগ উঠেছিল। এমনকী কনসার্ট শেষে ফেসবুক পোস্টে ক্ষমাও চেয়ে নেন অরিজিৎ, পরে যদিও সেটি ডিলিট করে দেন অরিজিৎ। তিনি সেখানে লিখেছিলেন, ‘কলকাতা, আমি দুঃখিত এক কিলোমিটার হেঁটে তোমাদের কনসার্টে আসতে হয়েছে। কারণ পর্যাপ্ত টোটো🧸 মজুত ছিল না। আমি দুঃখিত অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কামড় সহ্য করতে হয়েছে তোমাদের’।