ইতিমধ্যেই আমারিকায় হতে চলা বঙ্গ সম্মেলনে যোগ দিতে, কলকাতা ছেড়েছেন বহু বাঙালি তারকা। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স এবার আয়োজন 🐓করা হয়েছে শিকাগো শহরে। অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে লেখিকা দেবারতি মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলীর ছেলে উজান গঙ্গোপাধ্যায়, লহমা ভট্টাচার্যরা রওয়ানা দিয়েছেন সোমবারেই। তবে পরিচালক অরিন্দম শীলকে পাওয়া গেল একেবারে ভিন্ন মেজাজে।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে অরিন্দম শীলের সো🦂শ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করা হয়। আর িডিয়োটি তোলা হয়েছে দুবাইতে। সেখানে পরিচালককে দেখা গেল বেলি ডান্স করতে। এক মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে তালে তাল মিলিয়ে কোমর দোলালেন মিতিন মাসি-র পরিচালক। গলায় একটি নীল-সবুজ ওড়নাও নেন। ব্র্যাকগ্রাউন্ডে বাজছে সেখানকার স্থানীয় গান। দুবাইয়ের সাংস্কৃতিকে উপভোগ করতে দেখা গেল চুটিয়ে। অরিন্দমের গায়ে সাদা শার্ট, নীল জিন্স। পায়ে সাদা রঙেরই স্নিকার্স। পরিচালকের রঙিন মেজাজ বেশ পছন্দ হয়েছেন নেট-নাগরিকদের।
আরও পড়ুন: এই কাজ করেও সামনে আনেননি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন🍌, দিন ২ পরে নিজেই দিলেন ছবি
দেখুন সেই ভিডিয়ো-
সদ্য মিতিন 🌳মাসির নতুন সিনেমার শ্যুট শেষ করেছেন অরিন্দম শীল। সোমবার তিনি নিজেই ছবির সেটের একাধিক ছবি পোস্ট করেন জানান, শেষ হল 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবির শ্যুটিং তাও ভোর সাড়ে চারটে নাগাদ! মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। সঙ্গে শুভ্রজিৎ দত্ত, অর্জুন চক্রবর্তী, প্রমুখরা থাকবেন।
আরও পড়ুন: পুবের ময়না ধারাবাহিকে দুর্ঘটনা, গুরুতর চোট পেলেন নায়ক গৌরব, এখন আছেন 💃কেমন?
গত ৩১ মার্🃏চ 'একটি খুনির সন্ধানে মিতিন-এর শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন কোয়েল মল্লিক। হাতে চোট লেগেছিল তাঁর। ফলে দীর্ঘসময় বন্ধ রাখা হয়েছিল কাজ। চোট সারিয়ে ফেল শ্যুটিং ফ্লোরে ফেরেন কোয়েল মে ♈মাসেই। এর আগে ২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল 'জঙ্গলে মিতিন'। যা খুব একটা খারাপ ব্যবসা করেনি।
আরও পড়ুন: বিবৃতির সঙ্গে সহবাসের খবর! ম্যাচিং সাদা পোশাকে দেবলীনা-তথাগতꦕ, 🌱কী চলছে ৩ তারকার?
তবে শ্যুটিং শেষ🥂 হলেও কবে ছবিটি মুক্তি পাবে সেটা এখনই জানানো হয়নি। পুজোতে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচꦡ্ছে না। সেক্ষেত্রে এই ছবির মুক্তি পাবে দেব-স্বস্তিকা-রুক্মিণীর টেক্কা, আবির-ঋতাভরীর বহুরূপীর সঙ্গে। এখন দেখার কার দিকে পাল্লা ভারী করে দর্শক।