‘কেন অর্পিতা চট্টোপাধ্যায়? কেন অর্পিতা নয়?’ বছর খানেক আগে ভরা মঞ্চে গর্জে উঠেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘরণী' তকমা কোনওদিন পছন্দ নয় তাঁর। জীবন একটাই, আর নিজের সৃজনশীলতার সঙ্গে কম্প্রোমাইজ করে চললে হবে না। এই উপলব্ধি থেকেই নিজেকে খোঁজার জার্নি শুরু করেছিলেন অভিনেত্রী। আরও পড়ুন-নিন্দকদের 🔯মুখে ছাই! ছেলের জন্মদিনের পার্টিতে রোম্যান্টিক প্রসেনজিৎ-অর্পিতা, ফাটিয়ে নাচলেন
আসলে স্বামীর🤡 পরিচয় যখন ‘আমি’র চেয়ে বড় 🌱হয়ে যাচ্ছে বলে মনে হয় কিংবা সমাজ সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখনই বোধহয় আরও জোরে বলতে হয়, ‘আমি আমার মতো’। অর্পিতার সেই আমি'কে খোঁজার যাত্রাপথ নতুন মাত্রা পেল।
এবার পরিচালকের আসনে অর্পিতা চট্টোপাধ্যায়। স্টুডিও নাইন-এর নতুন ডকু-সিরিজ ‘This is Me’ (দিজ ইজ মি) পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পিতা। 'এলজিবিটিকিউ+' জীবন নিয়েই এই তথ্যচিত্র-সিরিজ। জুন মাস হল প্রাইড মান্থ। তাই এই মাসেই 'লেসবিয়ান-গে-বাইসেক্সুয়ℱাল-ট্রান্সজেন্ডার'-দের নিয়ে ত♊ৈরি ‘দিজ ইজ মি’।
এতদিন ক্য়ামেরার সামনে কাজ করেছেন দাপটের সঙ্গে। এবার ক্য়ামেরার অন্য পারে তিনি। নতুন জার্নি নিয়ে কী বলছেন অভিনেত্রী? টিভি নাইন বা🥀ংলাকে অর্পিতা বলেন, ‘আমার বন্ধুরা বলে আমি নাকি কখনও থামতে জানি না। কখনওই সন্তুষ্ট হই না। আরও কিছু করার বাসনা থেকেই যায়। আর ক্যামেরার সামনে আর পিছনটা🅠 কিন্তু আলাদা নয়।’
চেনা ছকের বাইরে হাঁটতে ভা🦹লোবাসেন অর্পিতা। সেই কারণেই চেনা স্রোতের বাইরে থাকা মানুষদের নিয়েই তাঁর প্রথম ডকু-সিরিজ। অর্পিতার কথায়, ‘ওদের কাছে থাকলে আমি সবথেকে নিরাপদ মনে করি। আমি সবথেকে বেশি খুশি থাকি।’ সমকামী,উভয়কামীদের জন্য কিছু করার ভাবনা থেকেই এই কাজ, অর্পিতা।
ক্লাস নাইনে পড়তে মডেলিং-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন অর্পিতা পাল। এক বিউটি পেজেন্ট জিতে উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। সালটা ১৯৯৭। ওই বছরই প্রভাত রায়ের ‘তুমি এলে তাই’ ছবির নায়িকা হিসাবে অভিনয় সফর শুরু। নতুন শতাব্দীর শুর☂ুতে 🍷প্রসেনজিৎ-এর সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি।
২০০৩ সালে দু-বার ডিভোর্সি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অর্পিতা পাল। দু-বছরের মাথায় মা হন🥃 অর্পিতা। ছেড়ে দেন অভিনয়। তৃষাণজিৎ-এর মায়ের দায়িত্ব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর তকমা নিয়েই চার বছর কাটিয়েছিলেন। সঙ্গে প্রসেনজিতের প্রোডাকশন হাউসের কাজের দেখভাল করতেন। তবে সেই সব ছেড়ে বিজনেস উওম্যান হিসেবে নিজের আইডেন্টিটি খুঁজতে দিল্লিবাসী হন অর্পিতা। মাঝে টলিউডে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন অর্পিতা। একবার পরিচালনায় মন দিয়েছেন। ইতিমধ্যেই অর্পিতার ডকু স🌄িরিজটি মুক্তি পেয়েছে নিউজ নাইন প্লাস অ্যাপে।