৭ অক্টোবর অবধি এনসিবি-র কাস্টেডিতে থাকবেন শাহরুখ-পুত্র আরিয়ান খান! শনিবার মাঝরাতে বিলাসবহুল ক্রুজে চলা ‘রেভ পার্টি’ থেকে আটক করা হয় তাঁকে। আপাতত আদলতের নিꦐর্দেশে তাঁর ঠিকানা এনসিবি-র দফতর। আর যেখানে নাকি খাবার হিসেবে বিরিয়ানি পাচ্ছেন এই স্টার কিড! শুনে চোখ ছানাবড়া হল সকলের!
যেহেতু আরিয়ান ও বাদবাকি ধৃতরা আপাতত এনসিবি-র কাস্টেডিতে রয়েছেন, তাই বাড়ির তৈরি খাবার খেতে পারবেন না তাঁরা। এনসিবি-র তরফ থেকে ♎খাবার দেওয়া হচ্ছে তাঁদের, তাও আবার কাগজের প্লেটে।
রোডলাইড স্টল থেকেই নাক𒆙ি꧙ খাবার আসছে আরিয়ানদের জন্য। যদিও খাবার যাতে স্বাস্থ্যকর হয়, সেদিকে খেয়াল রাখছে NCB কর্তারা। মেনুতে থাকছে পুরি-ভাজি, ডাল-রুটি, এমনকী বিরিয়ানিও!
শনিবার রাতে কতক্ষণ জেরা চলবে তা জানা ছিল না নাকি এনসিবি-র। তাই সেদিন পাশের এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি🧜 আনানো হয় আরিয়ানদের জন্য। এনসিবি সূত্রেই এই খবর ম♊িলেছে। আপাতত এনসিবি-র অফিসে কোনও স্থায়ী ক্যান্টিন নেই। সূত্রের মতে, আপাতত এনসিবির তরফে তাঁদের সঙ্গে কনট্র্যাক্টে থাকা রেস্তোরাঁকে বলা হয়েছে এনসিবি-র অফিসের মধ্যেই যেন ধৃতদের জন্য খাবার তৈরি করে দেওয়া হয়।
প্রসঙ্গত, ৭ অক্টোবর অবধি এনসিবি-র কাস্টেডিতে থাকবেন আরিয়ান। তাঁর ফোনের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে বেশ কিছু সূত্র হাতে এসেছে এনসিবি কর্তাদের। সে নিয়েই আরও জেরা করা হবে আরিয়ানকে। ৭ অক্টোবরের পর এনসিবির তরফে আরিয়ানের হেফাজ🎀তের সময়সীমা আরও বাড়ানোর আবেদন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।