বসন্ত উৎসবের আগে রাজ্য সরকারের থেকে বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিন♑েত্রী ঊষসী চক্রবর্তী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের সৌজন্যে দর্শক মহলে তিনি ‘জুন আন্টি’ নামে বেশি জনপ্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধেয় সম্মান তুলে দেন ঊষসীর হাতে। সেরা ‘খলনায়িকা’র সম্মান পেলেন তিনি। এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীরা।
প্রাক্তন মন্ত্রী এবং বাম নেতা প্রয়াত শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊ♑ষসী চক্রবর্তী। অভিনেত্রী নিজেও কট্টর বামপন্থী। কিন্তু রঙের উৎসবের আগে কী লাল-সবুজ মিলিয়ে মিশিয়ে ফেললেন? পর্দার ‘জুন আন্টি’ অবশ্য ✤জানিয়েছেন, তিনি মনে করেন, তিনি নিশ্চয়ই এই বিশেষ সম্মানের যোগ্য। তাই মুখ্যমন্ত্রী এই পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছেন।
ঊষসী জানিয়েছেন, রাজনৈতিক মতাদর্শটা তাঁর কাছে সম্পূর্ণ নিজস্ব। এমনকী তাঁর ভাবনার ক্ষেত্রেও বাবা শ্যামল চক্রবর্তী কোনও দিনও নিজের ভাবনার বিস্তার করেননি। অভিনেত্রী সাফ জানিয়েছেন, ‘রাজ্য সরকারের পুরস্কার মঞ্চে কোনও রাজনীতি নেই। এটি ছোট পর্দার শিল্পী, কলাকুশলীদের সম্মান জানানোর ম♛ঞ্চ।’ অভিনেত্রীর মন্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার পথ এবং মত এক নয়’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনও আপত্তিকর কিছু মনে হয়নি অভিনেত্রীর। অভিনয় আর রাজনীতিকে কখনও মিলিয়ে-মিশিয়ে ফেলতে রাজি নন ঊষসী।