'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে লো🅰কজন অনেক আলোচনা করছেন। ছবিটি অনেক টাকার ব্যবসাও করেছে। তবে সেই টাকার কোনও অংশ কি পরিচালক বা নির্মাতারা কাশ্মীরে বসবাসকারী বঞ্চিত হিন্দুদের কত টাকা দিয়ে সাহায্য করেছেন? সম্প্রতি এমনই প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন তুলে ফ🔜ের একবার 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্ক তৈরি করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
প্রসঙ্গত ২০২২-এ মুক্তি প্রাপ্ত 'দ্য কাশ্মীর ফাইলস' আর ২০২৩-এ মুক্তি পাওয়া 'দ্য কেরালা স্টোরি', দুটি ছবিই ছিল আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি,🎶 CNBC Awaaz-কে দেওয়া সাক্ষাৎকারে এই দুই ছবি ও বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী আশা পারেখকে। অভিনেত্রী বলেন, ‘আমি এই ছবিগুলো দেখিনি, তাই এগুলোকে ঘিরে বিতর্ক নিয়ে কীভাবে কোনও মন্তব্য করব? তবে মানুষ যদি এই ছবিগুলো দেখতে পছন্দ করে, তাহলে তাঁরা দেখতেই পারেন।’
আরও পড়ুন-চর্চায় 'খুফিয়া'! টাবুর সঙ্গে রসায়ন, চুম্বন দৃ❀শ্যের শ্য়ুটিং নিয়ে🎶 অকপট বাঁধন
আরও পড়ুন-অভিষেক নেই, তারপরেও ♛স্বামীর দেওয়া নোয়া পরে পুজোয় সিঁদুরও খেলবেন সংযুক্তা!
আরও পড়ুন-বোনকে ওরা খুন করেছে, আমাকেও হﷺুমকি দেওয়া হচ্ছে, কোথায়🃏 আছি তাই জানাতে পারব না: মধুরা
আরও পড়ুন-যাঁরই ছবি আঁকছেন, তাঁরই মৃত্যু💫 ꦑহচ্ছে! এই ‘পিকাসো’ টোটার রহস্যটা কী?
তবে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর বক্স অফিস কালেকশনের কথা উঠতেই আশা পারেখ প্রশ্ন তোলেন ‘হিন্দুদের জন্য নির্মাতারা কী করেছেন?’ আশা পারেখ বলেন, ‘হ্যাঁ, লোকজন কাশ্মীর ফাইলস দেখেছেন। এবার তাবলে আমি কিছু বিতর্কিত প্রশ্ন তুলি। ছবিটির প্রযোজক ৪০০ কোটি আয় করেছেন। তো সেই টাকা কি ওঁরা কাশ্মীরে বসবাসকারী সেই হিন্দুদের, যাঁদের কাছে জল নেই✤, ইলেকট্রিসিটি নেই, তাঁদের দিয়েছেন? ওঁরা যা রোজগার করেছেন তাতে ডিস্ট্রিবিউটরের ভাগ আছে, নির্মাতাদেরও ভাগ আছে? ৪০০ কোটি থেকে ২০০কোটি যদি বাদ🌸ও দিই তাহলেও ২০০ কোটি পরে থাকে, তার মধ্যে থেকে ৫০ কোটি টাকা তো ওঁরা জম্মুতে জল ও বিদ্যুতের ছাড়া বসবাসকারী হিন্দুদের কল্যাণের জন্য খরচ করতে পারতেন। তাই নয় কি?’
প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্ন🌳িহোত্রী এবং প্রযোজনা করেছে অভিষেক আগরওয়াল আর্টস ও জি স্টুডিও। কাশ্মীর ফাইলস-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, পুনীত ইসার, দর্শন কুমার, প্রকাশ বেলাওয়াদি, মৃণাল কুলকার্নি এবং চিন্ময় মন্ডলেকার। নির্মাতারা জানিয়েছেন ১৯৯০ সালে কাশ্মীর থেকে বিতারিত কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসনের সত্য ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।
Sacnilk.com-🦩এর ২০২২ সালের রিপোর্ট অনুসারে, কাশ্মীর ফাইলস বানাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা। আর এই ছবি শুধুমাত্র ভারতেই ২৯৫ কোটি টাকা টাকা আয় করেছে।