আর জি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলায় প্রায় তিন সপ্তাহ অতিক্রান্ত। গোটা রাজ্য উত্তাল এই ঘটনায়, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিন্তু আশার আলো দেখছেন না আন্দোলনকারীরা। বরং ক্ষোভ বাড়ছে। এইরকম পরিস্থিতিতে দর্শক অনেকটাই হলবিমুখ। বা বলা ভালো বাংলা ছবি বিমুখ। আরজি কর ইস্যুতে টলিউডের কিছু ব্যক্তির অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ফের 'বয়কট টলিউড' 🍎ট্রেন্ডের ছয়লাপ! এর সরাসরি প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া দুটি ছবির ব্যবসায়।
রাজ চক্রবর্তী পরিচাল🐽িত ‘বাবলি’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৫ই অগস্ট। দু-সপ্তাহ পর এই দুই ছবির বক্স অফিসে হালহাকিকত কী? বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাসকে বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন রাজ। রোম্যান্টিক জঁর তাঁর স্পেশ্যালিটি, সঙ্গে আবির-শুভশ্রীর ফ্রেশ জুটি, তা সত্ত্বেও আরজি কর কাণ্ড কাঁটা হয়ে বিঁধল টিম বাবলির।
এই ছবির শেষ পর্যায়ের প্রচার পর্যন্ত আরজি কর কাণ্ডের জেরে স্থগিত রাখা হয়, বাতিল করা হয় স্পেশ্যাল স্ক্রিনিং। ন্যায়বিচার চেয়ে পথে নামেন শুভশ্রী-আবিররা। তৃণমূলের বিধায়ক হলেও রাজ চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় সরব হন ঘটনা নিয়ে। রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি এই ছবি নাকি দ্বিতীয় সপ্তাহে সগৌরবে চলছে! অনন্ত প্রোডাকশন হাউসের তাই দাবি। তবে ২-১টা হলেই ভিড় চোখে পড়ছে। জাতীয় মাল্টিপ্লেক্স বাবলির প্রথম সপ্তাহের আয় মাত্র ১৮ লক্ষ টাকা। সে জায়গায় আরও🔯 পিছিয়ে পদাতিক।
সৃজিতের ছবি জাতীয় মাল্টিপ্লেক্সের বক্স অফিসে মাত্র ৬ লক্ষ টাকার ব্যবসা করেছে। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের মতে, প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা অর্ধেক করা হয়েছে। তবে দ্বিতীয় সপ্তাহে মানুষ হলে ছবি দেখতে আসছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে চঞ্চল চৌধুরীও ছবির প্রচারে কলকাতায় আসেননি। যার প্রভাব খানিক হলেও পড়েছে ছবির ব্যবসায় মꦍনে করছেন প্রযোজক।
sacnilk.com-এর রিপোর্টানুসারে, বাবলির প্রথম ১৩ দিনের বক্স অফিসে কালেকশন🗹 ৮০ লাখের আশেপাশে। অন্যদিকে পদাতিকের মোট টিকিট বিক্রির পরিমাণ মাত্র ২৩ লক্ষ টাকা। মুখোমুখি লড়াইয়ে টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিতের চেয়ে অনেকটাই এগিয়ে রাজের ছবি।
তবে জানলে আশ্চর্য হবেন প্রথম সপ্তাহে স্ত্রী ২ পশ্চিমবঙ্গে ১৫.৭৫ কোটি টাকার ব্যবসা করℱেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের অঙ্ক ২৫ কোটি পার করবে বলেই আশা বিশেষজ্ঞদের।