দেখতে দেখতে ৪ বছর কেটে গেল ইরফান খা🌃নের না থাকার। ২০২০ সালের ২৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান পিকু খ্যাত অভিনেতা। এই বছর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ কাজ করলেন তাঁর ছেলে বাবিল। তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি হার মানবেন না, উল্টে ইরফানের সমস্ত কাছের মানুষ অর্থাৎ ভক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকবেন নিজের সাধ্য মতো। আ♊র সেটাই তিনি তবে বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে করে দেখালেন।
ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে কী করলেন বাবিল?
বাবিল খান মাঝে মধ্যেই তাঁর কাজ, কথা দিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। এবার বাবার মতোই দিলদরিয়া হয়ে দেখালেন বাবিল। তিনি ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে একটি এনজিওতে ৫০ হাজার টাকা দান করেন। এদিন তিনি বিম🔯ানবন্দরে সেই এনজিওর বেশ কিছু মানুষের সঙ্গেও দেখা করেন। আর সেই মুহূর্তই বন্দি হয়েছে পাপারাৎজ্জিদের ক্যামেরায়। এদিন তাঁকে বলতে শোনা যায় যে তিনি যে এই টাকা দান করেছেন সেটা যেন কেউ না জানে। তাঁর নাম যেন প্রকাশ্যে না আসে। তিনি সবটাই গোপন রাখতে চান। কিন্তু তিনি চাইলে কী হবে, সবটাই ভাইরাল হয়ে গিয়েছে। আর তাঁর এই কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। ভালোবাসা, প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে অনুরাগীরা।
আরও পড়ুন: 'আপনিও কি ডোনা ম্যামের ফ্যা🔯ন?' প্রতিযোগীর গুগলিতে বাক্যহারা সৌরভ! ফাঁস করꦜলেন নাকি দাম্পত্যের গোপন কথা?
তিনি যে এনজিওতে এই টাকা দান করেಌছেন সেখানকার এক ব্যক্তি এই ভিডিয়োতে মন্তব্য করেন। তিনি লেখেন, 'আদরের বাবিল আপনি যে ৫০ হাজার টাকা দিয়েছেন সেটাও অনেক উপকার হবে আমাদের। আমরা জলের সমস্যার অনেকটাই সমাধান করতে পারব। অনেক ধন্যবাদ।' এই পোস্টে অনেকেই বাবিলকে বাস্তবের হিরোর আখ্যাও দেন।
আরও পড়ুন: '⛎মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা
প্রসঙ্গত বাবিল খ🐠ান কলা ছবির মাধ্যমে ডেবিউ সারেন। এছাড়া দ্য রেলওয়ে মেন সিরিজেও নজর কেড়েছেন তিনি।