ছবি: বাবলি
পরিচালক: রাজ চক্রবর্তী
অভিনয়ে: আবির, শুভশ্রী, সৌরসেনী
রেটিং: ৩.৮/৫
বুদ্ধদেব গুহর বাবলি পড়ি যখন ১৭ বা ১৮ বছর বয়স। ঠিඣক সেই সময় যে অনুভূতি হয়েছিল অনেকটা তেমনটাই যেন রাজ চক্রবর্তী ফিরিয়ে দিলেন তাঁর ছবির মাধ্যওমে। যদিও এর পুরো কৃতিত্ব পরিচালক মহাশয়ের নাকি তাঁর ঘরণীর অর্থাৎ পর্দার বাবলির সেটা আলোচ্য বিষয়। তবে এই ছবিতে শুভশ্রীকে দেখে বই থেকে উঠে আসা সেই চরিত্রটি বলেই মনে হল। চলুন এবার বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক বাবলি কেমন হল সেটা।
আরও পড়ুন: রূপান্তরকামী নারীর 'বুক ট꧑িপে' RPF-এর প্রশ্ন 'এটা আসল? ওজন ক𝐆ত?',পুলিশের দ্বারস্থ ২ নির্যাতিতা
আরও পড়ুন: সাদা কাগজে হাতে লেখা জনগণমনর ইংরেজি অনুবাদ, ছবিতে দেখতে পাওয়া হাতের ল✨েখা কার চিনতে পারছেন?
বাবলির গল্প
যে বাঙালিরা বই পোকা তাঁরা বুদ্ধদেব গুহর এই উপন্যাস পড়েনি এমনটা মানা যায় না। তাও বলি। গল্প আবর্তিত হয়েছে দময়ন্তী ওরফে বাবলি এবং অভিরূপ সেন ওরফে অভিকে কেন্দ্র করে। দময়ন্তী IRS হিসেবে চাকরিতে যোগ দেওয়ার আগে ইম্ফল যায় মাসি মেসোর কাছে ছুটি কাটাতে। সেখানে গিয়েই আলাপ হয় অভিরূপের স♔ঙ্গে। তারপর তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, ঝুমার কারণে কী কী জটিলতা তৈরি হয় সেটা নিয়েই এই গল্প।
সিনেমায় বাবলির চরিত্রে ধরা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভির চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায়। ঝুমার চরিত্রে দেখা গিয়েছ🧔ে সৌরসেনী মৈত্রকে। অন্যান্য চরিত্রে আছেন কৌশিক সেন, রেশমি সেন, সোহিনী সেনগুপ্ত, প্রমুখ।
কেমন হল এই ছবি?
অভিনয় টভিনয় বাদ। লোকটাক লেককে সিনেমাটোগ্রাফার যেভাবে তুলে ধরেছেন তাতে মুগ্ধ হয়ে গিয়েছি! একই সঙ্গে নজর কেড়েছে পাহাড়ের সৌন্দর্য যেভাবে তুলে ধরা হয়েছে সেটাও। আবহ সঙ্গীতই কখনও রহস্য, কখনও প্রেমের পরিস্থিতি তৈর𓆉ি করেছে। ছবির বেশ কিছু ভালো। আবার কিছু♋ গান তেমন ভালো লাগল না। অতিরিক্ত মনে হল। যেন জোর করেই গুঁজে দেওয়া হয়েছে।
তবে পরিচালক যে গল্পটাকে বিশেষ বদলাননি তার জন্য অবশ্যই তাঁর একটি বাহবা প্রাপ্য। এবার আসি অভিনয়ের কথায়। পরিণীতা, ইন্দুবালার পর শুভশ্রী আবারও অন্য রকম চরিত্রে ভীষণ ভাবে নজর কাড়লেন। লেখক যেন এই চরিত্র তাঁর জন্যই লিখে রেখে গেছেন। সেই চোখের ভাষা, সেই দুষ্টুমি, সেই ব্যক্তিত্ব.... নিখুঁত ভাবে সবটা তুলে ধরেছেন পর্দায়। অন্যদিকে অভির চরিত্রে আবির চট্টোপাধ্যায় একেবারেই যথাযথ। প্রথম ছবিতে জুটি হিসেবে বেশ নজর কাড়লেন আবির শুভশ্রী। অন♉্যান্য চরিত্রে কৌশিক, রেশমি, সৌরসেনী সকলেই নিজ নিজ ক্ষেত্রে ঠিক আছেন।
ফলে এই উইকেন্ডে একবার এই ছবিꩲটি দেখে আসাই যায়। ভালো লাগবে। নিখাদ প্রেমের🐈 মন ভালো করা এক ছবি।