অক্ষয় কুমারের আসন্ন ছবি 'বচ্চন পাণ্ডে'-র নাম থেকেই স্পষ্ট তা অ্যাকশন, অ্যাডভেঞ্চারে ভরপুর হতে চলেছে। তবে ছব༒িতে যে বচ্চন কিংবা পাণ্ডে নেই, তা বলাই বাহুল্য। তবে ছবির পরিচালক ফারহাদ সমঝি কিন্তু জানিয়েছেন এই ছবিতে কিন্তু সত্যি সত্যিই বচ্চন এবং পাণ্ডে-কে রাখা হয়ꦍেছিল।
খুলেই বলা যাক গোটা বিষয়টি। ছবির একটি ডিলিটেড সিন-এ ছিলেন অভিষেক বচ্চন এবং চাঙ্কি পাণ্ডে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ছবির নাম নিয়ে কথা উঠলে অক্ষয় কুমার জানিয়েছিলেন ছবির নামের পিছনে থাকা অনুপ্রেরণা তাঁরা পেয়েছেন অভিষেক বচ্চন এবং চাঙ্কি পাণ্ডের নামের থেকে।'হাউজফুল ৪' ছবির সাফল্য উপলক্ষে যে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানেই এক পোস্টারে অভিষেক এবং চাঙ্কির পাশাপাশি ছবি 🃏দেখামাত্রই এই ছবির নাম তাঁর মাথায় এসেছিল। পরে অবশ্য বলিউড হাঙ্গামা-কে দেওয়াএকটি সাক্ষাৎকারে হাসতে হাসতেই 'খিলাড়ি' জানিয়েছিলেন স্রেফ মজা করেই ওই কথা বলেছিলেন তিনি। বলে উঠেছিলেন, 'টশন ছবিতে আমার অভিনীত চরিত্রটির নাম ছিল বচ্চন পাণ্ডে। সেখান থেকেই এই নামটি নিয়েছি আমরা।' তবে এর পাশাপাশি পরিচালক ফারহাদ সমঝি জানালেন, তাঁরা কিন্তু সত্যি সত্যিই পরিকল্পনা এঁটেছিলেন 'বচ্চন পাণ্ডে'-ত♈ে অভিষেক এবং চাঙ্কিকে অতিথি শিল্পী হিসেবে পেশ করার।
ফারহাদের কথায়, 'ছবির একটি দৃশ্যে ছিলেনও এই দু'জন। মানে, তাঁদের ছবি দেখানো হয়েছিল। ব্যাপা♐রটি এরকম যে কৃতি এবং আরশাদ দু'জন্যে মাইল বচ্চন পাণ্ডের খোঁজ করছেন। ঘুরতে ঘুরতে একটি বাচ্চা ছেলেকে তাঁরা জিজ্ঞেসও করে বসেন ও বচ্চন পাণ্ডে-কে দেখেছে কি না। জবাবে হ্যাঁ বলে একটꦇি ফিল্ম পত্রিকা বের করে আনে সেই ছেলেটি, যার প্রচ্ছদে ছিল অভিষেক এবং চাঙ্কির ছবি। কিন্তু শেষমেশ, মূল ছবিটির থেকে ওই দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে।'