সৌরভ দাসের সঙ্গে বিয়ে করে গত বছর আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন দর্শনা বণিক। বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দর্শনা, তবে বাংলার বাইরেও নিয়মিত কাজ করেন অভিনেত্রী। সম্প্রতি ভোজপুরী তারকা পবন সিং-এর সঙ্গে এক মিউজিক ভিডিয়ো ‘আও রাজা’-তে কাজ করেছেন দর্শনা। 💃আরও পড়ুন-পবনের 'কোলে বসে' ভোজপুরি কাজের কথা ঘোষণা! নেটিজেনদের রোষের মুখে পড়তেই দর্শনা বললেন, 'নিজের চরকায় তেল দিন'
🐷সেই গানের টিজারও সামনে এসেছে ইতিমধ্যেই। ভোজপুরী গানে হামেশাই নারী-শরীরকে পণ্য হিসাবে তুলে ধরা হয়। বাঙালি নারীদের নিয়ে ‘হাসিনা বাঙ্গাল কে’-সহ নানান কুরুচিকর গান লিখে ভাইরাল হয়েছেন পবন সিং। লোকসভা ভোটে আসানসোল থেকে শুরুতে বিজেপির টিকিট পেয়েছিলেন এই ভোজপুরী তারকা, সেইসময়ও রে রে করে উঠেছিল তৃণমূল। পরে অবশ্য নাম প্রত্যাহার করে নেন পবন সিং। এবার দর্শনা সেই বিতর্কিত ভোজপুরী নায়কের সঙ্গে উষ্ণ রোম্যান্স করে তোপের মুখে।
ꦐএদিন বাংলাপক্ষের জেনারেল সেক্রেটারি গর্গ চট্টোপাধ্যায় ফুঁসে উঠলেন দর্শনাকে নিয়ে। পবন সিং বিতর্কের মাঝেই দর্শনার আসন্ন ছবি 'উড়ানছু'র একটি প্রচারমূলক ভিডিয়ো শেয়ার করে গর্গ লেখেন, ‘ভোজপুরি পর্ন স্টার পবন সিং এর বাঙালি পার্টনার সাজার পর দর্শনা বণিক এবার মাড়োয়ারি ছেলের বাঙালি বউ সাজছে। আপনারা কি একটা প্যাটার্ন লক্ষ্য করছেন?’
ভিডিয়োতে দর্শনাไকে বলতে শোনা গিয়েছে, ‘এই ছবিতে আমার চরিত্রটা বাঙালি আর মাড়োয়ারির জগা খিচুড়ি। ওর একটু আইডেনটিটি ক্রাইসিস আছে। ও বাঙালি মেয়ে, কিন্তু মাড়োয়ারি ফ্যামিলিতে বিয়ে হয়েছে। বুঝতে পারছে না কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে’। অংশুমান প্রত্যুষের এই ছবিতে দর্শনা ছাড়াও অভিনয় করেছেন মানসী সিনহা, রাজনন্দিনী, সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তীরাও।
গর্গের পোস্টে যেমন সমর্থন করেছেন অনেকে, বহু নেটিজেন আবার বিরোধিতাতেও সরব হয়েছেন। একজন লিখেছেন, ‘তৃণমূল সাংসদ শক্রঘ্ন সিনহা🐟ও তো বিহারী, ভুলে গেলেন?’ অপর একজন লেখন, ‘আমি বাংলা পক্ষের নিন্দা করি বিরোধিতা করি সব ঠিক আছে কিন্তু বাংলা পক্ষ কিন্তু এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছে।’
ꦓপবন সিং-এর সঙ্গে কাজ করে বিতর্কে জড়িয়েছেন দর্শনা। তবে বউয়ের পাশেই রয়েছেন সৌরভ দাস। দর্শনা-পবনের মিউজিক ভিডিয়োতে আগুনের ইমোজি যোগ করে স্ত্রীর উৎসাহ বাড়িয়েছেন অভিনেতা। অন্যদিকে ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ নায়িকা। এক নেটিজেন দর্শনার পোস্টে কটাক্ষ করে লিখেছিলেন, 'একদিকে এই পবন সিং বাঙালি মেয়েদের তার গানে অবজেক্টিফাই করছে আর আপনি তার গানে নাচছেন। মান, সম্মান, লজ্জা, একেবারেই বিসর্জন দিয়েছেন। নিজেকে আর বাঙালি বলবেন না।' তাতে অভিনেত্রী উত্তর দেন 'নিজের চরকায় তেল দিন।'