রবিবার সকালেই এল সেই চরম দু:সংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। ৯২ বছর 🐈বয়স হয়েছিল মৃত্যুর সময়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাঁকে।কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা🌃।
এদিন তাঁর ঢাকার কার্যালয়ের তরফে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেই শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্য𒁃ুতে উপমহাদেশের সঙ্গ🦩ীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরও উল্লেখ করেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, লতা এবং হাসিনার জন্মদিনের তারিখটি এক। ২৮ সেপ্টেম্বর। যদিও প্রয়াত কিংবদন্তি সুর-সম্রাজ্ঞী জন্মেছিলেন ১৯২৯ সালে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জন্মসাল ১৯৪🧸৭।